অফলাইন ক্লাস চালুর দাবিতে এআইডিএসও-র উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ইউনিটের উদ্যোগে হোস্টেলের ছাত্রদের স্বাক্ষর সংগ্রহ করা হয়। প্রায় সকলেই স্বতঃস্ফূর্ত ভাবে সাক্ষর দেন। ছাত্রদের স্বতঃস্ফূর্ত সমর্থন দেখে টিএমসিপি প্রথম বর্ষের ছাত্রদের প্রবল হুমকি দেয় ও এআইডিএসও কর্মীদের উপর চড়াও হয়। প্রথম বর্ষের বেশিরভাগ ছাত্রকে ভয় দেখিয়ে তারা স্বাক্ষর প্রত্যাহার করায়। প্রশ্ন উঠেছে মেডিকেল ছাত্রদের ক্লাস বন্ধ রেখে টিএমসিপি কার স্বার্থ রক্ষা করছে? সমস্ত হুমকি উপেক্ষা করে ছাত্রছাত্রীদের নৈতিক সমর্থন নিয়ে এআইডিএসও-র নেতৃত্বে ২৬ আগস্ট প্রিন্সিপালকে ডেপুটেশন দেওয়া হয়। প্রিন্সিপাল ছাত্রদের দাবির সাথে সহমত প্রকাশ করেন এবং খুব তাড়াতাড়ি কলেজে অফলাইন ক্লাস শুরু করার আশ্বাস দেন।