সংগ্রামী বামপন্থার ঝান্ডা ঊর্ধ্বে তুলে ধরে শ্রমজীবী মানুষের আন্দোলন তীব্রতর করতে এসইউসিআই(সি) উত্তরপ্রদেশ বিধানসভা নির্বাচনে এককভাবে ১০টি আসনে প্রতিদ্বন্দ্বিতা করছে। পুঁজিপতি শ্রেণির বিশ্বস্ত দল রাজ্যের ও কেন্দ্রের বিজেপি সরকারের জনবিরোধী নীতির বিরুদ্ধেই শুধু নয়, অন্যান্য জাতিবাদী দলগুলির ভ্রান্ত রাজনীতির এবং মেকি কমিউনিস্টদের বিরুদ্ধে সংগ্রামী বামপন্থার ভিত্তিতে প্রচারে নেমেছে দলের প্রার্থীরা।
প্রার্থী তালিকাঃ
১। মোরাদাবাদ শহর – কমরেড অবিনাশ চন্দ্র সাক্সেনা, ২। মোরাদাবাদ গ্রামীণ – কমরেড শিশুপাল সিংহ রাজপুত, ৩। সিকান্দারা কানপুর গ্রামীণ – কমরেড রামগোবিন্দ যাদব, ৪। কল্যাণপুর কানপুর – কমরেড অনুপ কাটিয়ার, ৫। লম্ভুয়া-সুলতানপুর – কমরেড রাজেন্দ্র প্রসাদ মৌর্য, ৬। পাট্টি, প্রতাপগড়- কমরেড রাজমণি বিশ্বকর্মা, ৭। বদলাপুর- কমরেড রামগোবিন্দ সিংহ, ৮। জৌনপুর শহর – কমরেড প্রবীণ কুমার শুক্লা, ৯। মউ – কমরেড শৈলেন্দ্র কুমার, ১০। রসরা বালিয়া – কমরেড রাম প্রবেশ।