উত্তরপ্রদেশের উন্নাওতে আবার দলিত কিশোরী ধর্ষিতা। শুধু তাই নয়, মামলা তুলে নেওয়ার জন্য চাপ দিতে নির্যাতিতার বাড়িতেই আগুন লাগিয়ে সকলকে খুনের চেষ্টা করল দুষ্কৃতীরা। নির্যাতিতার মা সহ দুটি শিশু গুরুতরভাবে আহত হয় এই ঘটনায়। এই ন্যক্কারজনক ঘটনায় জড়িতদের কঠোর শাস্তির দাবিতে এআইএমএসএস, এআইডিএসও এবং এআইডিওয়াইও সারা দেশের নানা স্থানে বিক্ষোভ দেখায় ২০ এপ্রিল। পশ্চিমবঙ্গেও জেলায় জেলায় বিক্ষোভ মিছিল হয়।
কলকাতাঃ সুবোধ মল্লিক স্কোয়ার থেকে মিছিল শুরু হয়ে ধর্মতলা যায় (ছবি)। সংগঠনের নেতৃবৃন্দ বলেন, এটা শুধু নাবালিকার উপর ধর্ষণের ঘটনা নয়, এই ঘটনায় দুজন শিশু অগ্নিদগ্ধ অবস্থায় মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে। উত্তরপ্রদেশের বিজেপি সরকার কথিত ‘আইন শৃঙ্খলার স্বর্গরাজ্যে’ একের পর এক এই ধরনের ঘটনা ঘটে চলেছে।
মোদি সরকারের ‘বেটি বাঁচাও বেটি পড়াও’-এর স্লোগান যে কতটা অন্তঃসারশূন্য, এই ঘটনায় তা আবার প্রমাণ হল। অপরাধীদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি ও পরিবারটির নিরাপত্তা এবং উপযুক্ত ক্ষতিপূরণের দাবি জানান তাঁরা।
নদিয়াঃ একই দাবিতে ওই দিন নদিয়ার কৃষ্ণনগরে কোতোয়ালি থানার সামনে বিক্ষোভ দেখায় তিনটি সংগঠন। এ আই এম এস এসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক কমরেড ছবি মহান্তি ২০ এপ্রিল এক বিবৃতিতে বলেন, বোঝা যায়, বিজেপিশাসিত ওই রাজ্যে দুষ্কৃতীরা কতটা বেপরোয়া হয়ে উঠেছে। তিনি দুষ্কৃতীদের কঠোর শাস্তি, নির্যাতিতারে পরিবারকে উপযুক্ত নিরাপত্তা ও আর্থিক ক্ষতিপূরণ দেওয়ার দাবি জানান।