এআইডিএসও-র উত্তরপ্রদেশ রাজ্য কমিটির উদ্যোগে এলাহাবাদে ৮-৯ মার্চ অনুষ্ঠিত হল ছাত্রশিবির। বক্তব্য রাখেন সংগঠনের কেন্দ্রীয় কাউন্সিলের সহসভাপতি কমরেড শচীন জৈন, প্রাক্তন রাজ্য সহসভাপতি কমরেড রাজবেন্দ্র সিংহ, এলাহাবাদ হাইকোর্টের আইনজীবী সইদ সিদ্দিকি প্রমুখ। দ্বিতীয় দিন ‘ছাত্রজীবনে রাজনীতি করা উচিত কি’?– বইটি নিয়ে উপস্থিত ছাত্রছাত্রীরা আলোচনার পর সামগ্রিক ভাবে আলোচনা করেন সংগঠনের সর্বভারতীয় সভাপতি কমরেড সৌরভ ঘোষ ও শচীন জৈন।