Breaking News

উত্তরপ্রদেশে এসইউসিআই(সি) নেতা-কর্মীদের ওপর বিজেপির দুষ্কৃতীদের হামলা

পট্টী প্রতাপগড়ের উপ-জেলাশাসকের মাধ্যমে উত্তরপ্রদেশের সম্ভলে সাম্প্রদায়িক দাঙ্গার প্রতিবাদে রাজ্যপালের উদ্দেশে লিখিত স্মারকলিপি পেশ করতে ১০ ডিসেম্বর এস ইউ সি আই (সি)-র পূর্ব উত্তরপ্রদেশ রাজ্য সম্পাদক কমরেড রবিশঙ্কর মৌর্য সহ বেশ কিছু নেতা-কর্মী উপজেলাশাসকের দফতরে গিয়েছিলেন। সেখানে যখন স্মারকলিপিটি পাঠ করা হচ্ছে, ঠিক সেই সময় আগে থেকে জমায়েত হওয়া বিজেপির সাম্প্রদায়িক মনোভাবাপন্ন কিছু দুষ্কৃতী অতর্কিতে তাঁদের উপর ঝাঁপিয়ে পড়ে ও মারধর করে। তারা স্মারকলিপি জমা দিতে বাধা দেয়। পুরো ঘটনায় পুলিশ ছিল নীরব দর্শক। পরে ই-মেল মাধ্যমে স্মারকলিপি জমা দেওয়া হয়।

এই ঘটনার নিন্দা করে দলের রাজ্য কমিটির সদস্য কমরেড জগন্নাথ বর্মা এক প্রেস বিবৃতিতে প্রশাসনের কাছে এর সঙ্গে যুক্ত বিজেপি দুষ্কৃতীদের বিরুদ্ধে অবিলম্বে ব্যবস্থা নেওয়ার দাবি জানান। পাশাপাশি তিনি সমাজে সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখার আহ্বান জানান।