১১ দফা দাবিতে উত্তরবঙ্গের প্রশাসনিক ভবন উত্তরকন্যাতে ১৩ নভেম্বর স্মারকলিপি দেওয়া হয়৷ কোচবিহার, জলপাইগুড়ি, দার্জিলিং ও উত্তর দিনাজপুর জেলার তিন হাজারের বেশি মানুষ বিক্ষোভ মিছিলে যোগ দেন৷ শিলিগুড়ির বাঘাযতীন পার্ক থেকে সুশৃঙ্খল মিছিল এয়ারভিউ মোড়ে পৌঁছয়৷ সেখানে বিক্ষোভ সভায় বক্তব্য রাখেন বিশিষ্ট শ্রমিক নেতা, এস ইউ সি আই (সি) পশ্চিমবঙ্গ রাজ্য সম্পাদকমণ্ডলীর সদস্য কমরেড অচিন্ত্য সিংহ৷ তিনি বলেন, এ মিছিল নির্বাচনের লক্ষ্যে নয়, দাবি আদায়ের৷ এনআরসি–র নামে নাগরিকত্ব হরণের যে চক্রান্ত কেন্দ্রের বিজেপি সরকার করছে, তিনি তার তীব্র সমালোচনা করেন এবং জনজীবনের বিভিন্ন সমস্যা সমাধানে রাজ্য সরকারের উদাসীনতার নিন্দা করে আন্দোলন তীব্র করার আহ্বান জানান৷ উপস্থিত ছিলেন রাজ্য সম্পাদকমণ্ডলীর সদস্য কমরেড নভেন্দু পাল, রাজ্য কমিটির সদস্য কমরেডস তপন ভৌমিক, শিশির সরকার, গৌতম ভট্টাচার্য এবং উত্তর দিনাজপুর জেলা সম্পাদক কমরেড দুলাল রাজবংশী৷ মিছিল থেকে এক প্রতিনিধি দল উত্তরকন্যায় গিয়ে দাবিপত্র পেশ করে৷