Breaking News

উড়ালপুলের দাবিতে আন্দোলন কৃষ্ণনগরে

কৃষ্ণনগর সিটি জংশন রেলওয়ে স্টেশনের কাছেই বেলেডাঙ্গা রেলগেট বহু সময় বন্ধ থাকার ফলে রেলগেটের দুই পাশে অসংখ্য গাড়ি সারি দিয়ে দাঁড়িয়ে থাকতে বাধ্য হয় যতক্ষণ না রেলগেট খোলে। দিকনগর চকদিগনগর দেপাড়া ভাতজাংলা অঞ্চলের সাধারণ মানুষের কৃষ্ণনগর শহরে যাতায়াতের মধ্যেই পড়ে এই রেলগেট। জেলা সদর হাসপাতাল এবং শক্তিনগর হাসপাতালে সংকটাপন্ন রোগীকে চিকিৎসার জন্য নিয়ে আসার সময় রেললাইনে গেট বন্ধ হলে হাসপাতালে পৌঁছাতে অনেক সময় দেরি হয়। এই বিলম্বের কারণে অনেকেরই মৃত্যু হয়। ফলে রেললাইনের উপর দিয়ে উড়ালপুলই এই সমস্যা সমাধানের একমাত্র পথ।

বিভিন্ন সময় রেলমন্ত্রণালয় এবং ক্ষমতাসীন রাজনৈতিক দলগুলি উড়ালপুল নির্মাণের প্রতিশ্রুতি দিয়েছে, কিন্তু কোনও কার্যকরী পদক্ষেপ এখনও পর্যন্ত দেখা যায়নি। উড়ালপুল নির্মাণের দাবি নিয়ে ১৫ ফেব্রুয়ারি রেলগেট সংলগ্ন এলাকায় এসইউসিআই(কমিউনিস্ট)-এর পক্ষ থেকে স্বাক্ষর সংগ্রহ করা হয়। এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন দলের কৃষ্ণনগর আঞ্চলিক কমিটির সম্পাদক কমল দত্ত, নদীয়া জেলা কমিটির সদস্য জয়দীপ চৌধুরী, দীপক চৌধুরী প্রমুখ।