কলকাতার ৬ নম্বর ওয়ার্ডের কাশীপুর-ঘোষবাগান অঞ্চলে ৫০ নম্বর এলাকায় রেল কলোনির বাসিন্দাদের উচ্ছেদের প্রতিবাদে শিয়ালদহ ডিআরএম অফিসে ২৪ ফেব্রুয়ারি বিক্ষোভ দেখায় নাগরিক প্রতিরোধ মঞ্চ। শিয়ালদহ ইএসআই হাসপাতালের সামনে থেকে শতাধিক মানুষের মিছিল ডিআরএম অফিসের সামনে যায়। আরপিএফ বাধা দিলে সেখানেই বিক্ষোভসভা অনুষ্ঠিত হয়।
পাঁচজনের প্রতিনিধিদল মঞ্চের অন্যতম নেতা ও প্রাক্তন সাংসদ ডাঃ তরুণ মণ্ডল, শ্রমিক নেতা শান্তি ঘোষ ও অধ্যাপক মেঘবরণ হাইতির নেতৃত্বে ডেপুটেশন দিতে যান। সেখানে রেল আধিকারিক উচ্ছেদের পক্ষে বক্তব্য রাখলে প্রতিনিধিদলের পক্ষ থেকে তীব্র প্রতিবাদ জানানো হয়। ডাঃ মণ্ডল জোরালো ভাবে অনৈতিক, আইনবিরুদ্ধ এই নোটিস বাতিলের দাবি করেন।
তিনি আধিকারিককে থামিয়ে বলেন, এটা যোগী বা মোদি রাজ্য নয়, যে দশ দিনের নোটিসে উচ্ছেদ করবেন! রেলের উন্নয়নে যদি মানুষকে সরাতেও হয়, তা হলে আইনি পথেই, মানবিক দৃষ্টিভঙ্গিতেই তা করতে হবে। প্রতিনিধিরা প্রশ্ন তোলেন, মাধ্যমিক-উচ্চমাধ্যমিক পরীক্ষার মধ্যে কেন উচ্ছেদের নোটিস দেওয়া হল? পুনর্বাসন ও জীবিকার সংস্থান ছাড়া উচ্ছেদের বিরুদ্ধে তীব্র আন্দোলন গড়ে তোলার সংকল্প নেন এলাকার মানুষ।