পূর্বতন কংগ্রেস সরকারের পদাঙ্ক অনুসরণ করে মোদি সরকারও উচ্চশিক্ষায় যেসব মারাত্মক পরিবর্তন আনতে চলেছে তার বিরুদ্ধে সোচ্চার হলেন দিল্লির বিশিষ্ট অধ্যাপকরা৷ ২৮ আগস্ট গান্ধী পিস ফাউন্ডেশনে এআইডিএসও আহূত কনভেনশনে তাঁরা বিশ্লেষণ করে দেখান, কীভাবে হায়ার এডুকেশন কমিশন অফ ইন্ডিয়া (হেকি), হায়ার এডুকেশন ফান্ডিং এজেন্সি (হেফা), গ্রেডেড অটোনমি ইত্যাদি শিক্ষার স্বাধিকার হরণ করবে, শিক্ষায় কর্পোরেট আধিপত্য দৃঢ় করবে এবং বেসরকারিকরণের প্রাবল্য ঘটানো হবে৷ বক্তব্য রাখেন ডঃ নরেন্দ্র শর্মা, ডঃ নন্দিতা নারাইন, ডঃ সুধীর সুথার, ডঃ মজিদ জামিল, ডঃ রুক্মিণী সেন, ডঃ গোপাল প্রধান, ডঃ পূণম ভূষণ, ডঃ শ্রীনিবাস বোরা, ডঃ কুইনি প্রধান, ডঃ সুধাংশু ভূষণ, ডঃ বিনয় কুমার প্রমুখ৷
এছাড়া বক্তব্য রাখেন এআইডিএসও–র সর্বভারতীয় সভাপতি কমরেড কমল সাঁই এবং সর্বভারতীয় সাধারণ সম্পাদক কমরেড অশোক মিশ্র৷ কনভেনশনে দিল্লি ইউনিভার্সিটি, জেএনইউ, জামিয়া মিলিয়া ইসলামিয়া, আম্বেদকর ইউনিভার্সিটি সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র শিক্ষক এবং অন্যান্য অংশের শিক্ষাপ্রেমী মানুষ উপস্থিত ছিলেন৷ বিজেপি সরকার অত্যন্ত ধূর্ততার সাথে ধর্মনিরপেক্ষ, গণতান্ত্রিক ও বৈজ্ঞানিক শিক্ষার ভিত্তি ধসিয়ে দেওয়ার যে ধারাবাহিক ষড়যন্ত্র চালাচ্ছে বক্তারা তার বিরুদ্ধে দেশব্যাপী আন্দোলন গড়ে তোলার আহ্বান জানান৷
(৭১ বর্ষ ৭ সংখ্যা ১৪ সেপ্টেম্বর, ২০১৮)