ইরানের মিলিটারি জেনারেল হত্যার নারকীয় ঘটনা সম্পর্কে অল ইন্ডিয়া অ্যান্টি ইম্পিরিয়ালিস্ট ফোরামের সহ সভাপতি মানিক মুখার্জী ৭ জানুয়ারি নিম্নলিখিত বিবৃতি দিয়েছেন৷
আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্দেশে বাগদাদ বিমানবন্দরে ইরানের সেনাবাহিনীর কম্যান্ডার কাসেম সুলেইমানের হত্যার ঘটনার তীব্র নিন্দা করছে অল ইন্ডিয়া অ্যান্টি ইম্পিরিয়ালিস্ট ফোরাম৷ মধ্যপ্রাচ্যে আমেরিকার জঘন্য দস্যুবৃত্তির এটা আর একটা নমুনা৷
বাগদাদে একটি বিক্ষোভ মিছিল চলাকালীন ইরাকি মিলিশিয়া মার্কিন দূতাবাস এলাকায় ঢুকে পড়েছিল৷ সঙ্গে সঙ্গে প্রেসিডেন্ট ট্রাম্প কোনও যুক্তিসঙ্গত কারণ ছাড়াই এই ঘটনার পিছনে ইরানের ষড়যন্ত্র কাজ করছে বলে প্রচার করতে থাকেন এবং ঘোষণা করেন, এর জন্য ইরানকে শাস্তি দেওয়া হবে৷ এর আগে আমেরিকা ইরানের উপর নির্মম নিষেধাজ্ঞা জারি করেছে এবং দীর্ঘদিন ধরেই সামরিক আক্রমণের হুমকি দিয়ে চলেছে৷ কারণ ইরান মার্কিন নির্দেশের কাছে মাথা নত করতে অস্বীকার করেছে৷
সাজানো অজুহাত তুলে কোনও সার্বভৌম দেশের উপর মার্কিন আগ্রাসনের এটাই একমাত্র ঘটনা নয়৷ আমরা ইতিপূর্বেই দেখেছি ইরাক এবং লিবিয়ার উপর মার্কিন আক্রমণ এবং ইরাকের প্রেসিডেন্ট সাদ্দাম হুসেন ও লিবিয়ার প্রেসিডেন্ট মুয়াম্মার গদ্দাফির হত্যার ঘটনা৷ ইরানের মিলিটারি কম্যান্ডার হত্যার সাম্প্রতিক ঘটনা ওই দেশের সার্বভৌমত্বকে অস্বীকার করা এবং সাথে সাথে বিশ্বশান্তির পক্ষে মারাত্মক বিপদের সঙ্কেত৷ আমরা বিশ্বের সমস্ত স্বাধীনতাপ্রিয় মানুষকে এই মার্কিন হানাদারির বিরুদ্ধে রুখে দাঁড়ানো এবং মধ্যপ্রাচ্যে মার্কিন যুদ্ধচক্রান্ত বন্ধ করতে বাধ্য করার জন্য আহ্বান জানাচ্ছি৷