70 Year 33 Issue 6 April, 2018
বীরভূম জেলার সাঁইথিয়ার এক উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী মার্শাল আর্ট–এর কৌশলে রাস্তায় তিন ইভটিজারকে কুপোকাৎ করে৷ মেয়েটির সাহসিকতাকে অভিনন্দন জানাতে বীরভূম জেলার মহিলা সাংস্কৃতিক সংগঠন এবং নারী নিগ্রহ বিরোধী কমিটির সদস্যরা ৩০ মার্চ মেয়েটির বাড়িতে যান এবং তাঁকে সংবর্ধনা জানান৷ তাঁরা বলেন, বর্তমানে নারীরা প্রতিদিন নির্যাতিতা হচ্ছেন, এমনকী নৃশংসভাবে খুন হচ্ছেন, প্রশাসন তাঁদের নিরাপত্তা রক্ষায় সম্পূর্ণ ব্যর্থ৷ এই সাহসিনী সেখানে একটি শিক্ষণীয় দৃষ্টান্ত স্থাপন করেছেন৷
নারী নিগ্রহ বিরোধী নাগরিক কমিটির পক্ষ থেকে বলা হয়, তাঁরা শিক্ষামন্ত্রীর কাছে বারবার ডেপুটেশন দিয়ে স্কুলে ক্যারাটে প্রশিক্ষণের ব্যবস্থা করার দাবি জানিয়েছেন৷ নীতিগতভাবে দাবিটির যৌক্তিকতা মেনে নিলেও, এখনও সরকার তা কার্যকর করেনি৷ এই ঘটনা আবার প্রমাণ করল তাঁদের দাবি কতটা সংগত৷