বিশিষ্ট অর্থনীতিবিদ ডঃ পরকলা প্রভাকর ২ মে কলকাতায় এসেছিলেন তাঁর নতুন পুস্তক ‘দ্য ত্রুকেড টিম্বার ইন নিউ ইন্ডিয়া’, কলকাতায় আনুষ্ঠানিকভাবে প্রকাশ করতে।তিনি আগ্রহ প্রকাশ করায় ৩ মে তাঁর সাথে সাক্ষাৎ ও আলোচনা করতে পার্টির একটি প্রতিনিধি দল যায়।প্রতিনিধি দলে ছিলেন কেন্দ্রীয় কমিটির সদস্য কমরেড দেবাশিস রায়, বিজ্ঞান ফ্রন্টের পক্ষে কমরেড চন্দন সাঁতরা, সিপিডিআরএস-এর পক্ষে রাজ্য সম্পাদক রাজকুমার বসাক ও সভাপতি সৌম্য সেন।
ডঃ প্রভাকরের সাথে এই আলোচনা যথেষ্ট কার্যকরী ও সৌহার্দ্যপূর্ণ ছিল। আলোচনা প্রসঙ্গে তিনি বর্তমান সমাজ পরিবেশে সুশীল সমাজের গুরুত্বপূর্ণ ভূমিকা, ধর্মনিরপেক্ষতা ও ধর্মনিরপেক্ষ রাষ্ট্রের বৈশিষ্ট্য ও বর্তমান লোকসভা নির্বাচন প্রসঙ্গে তাঁর মতামত খোলাখুলি ব্যক্ত করেন।উল্লেখ্য, ডঃ প্রভাকর কেন্দ্রের বিজেপি সরকারের একচেটিয়া পুঁজির স্বার্থ রক্ষাকারী জনবিরোধী অর্থনীতি এবং শ্রমিক-কৃষক সহ নাগরিকদের অধিকার খর্ব করার যে ফ্যাসিবাদী প্রয়াস চালাচ্ছে তার বিরুদ্ধে প্রতিবাদ করে চলেছেন।তাঁর এই সাহসিক প্রচেষ্টা গণতন্ত্রপ্রিয় শুভবুদ্ধিসম্পন্ন মানুষের দৃষ্টি আকর্ষণ করেছে।আলোচনা প্রসঙ্গে তিনি ইন্দোর লোকসভা কেন্দ্রে এস ইউ সি আই (সি)-র ভূমিকার সপ্রশংস উল্লেখ করেন।সিপিডিআরএসের বিভিন্ন প্রশ্নের উপর তাঁর মতামত ব্যক্ত করেন এবং ভবিষ্যতে সিপিডিআরএসের উদ্যোগে কলকাতায় অথবা দিল্লিতে নাগরিক ও মানবাধিকার সংক্রান্ত সম্মেলনে যোগদান করার ব্যাপারে সম্মতি দেন।