Breaking News

ইতিহাসের বিকৃতির হীন মতলব আরএসএস–বিজেপির

70 Year 29 Issue 9 March 2018

 

ইতিহাস বিকৃত করার বিজেপি সরকারের অপচেষ্টার বিরুদ্ধে এস ইউ সি আই (সি) সাধারণ সম্পাদক কমরেড প্রভাস ঘোষ ৮ মার্চ এক বিবৃতিতে বলেন,

বিজেপি পরিচালিত কেন্দ্রীয় সরকার ভারতের ইতিহাস নতুন ভাবে লেখার যে জঘন্য উদ্যোগ নিয়েছে, আমরা তার তীব্র নিন্দা করছি৷ ‘এ দেশের বারো হাজার বছরের প্রাচীন সংস্কৃতির উৎস ও বিবর্তনের সামগ্রিক ইতিহাস রচনা’র নামে গৃহীত এই পরিকল্পনার উদ্দেশ্য হচ্ছে, প্রকৃত তথ্যের যথেচ্ছ বিকৃতি ঘটিয়ে তথাকথিত হিন্দুত্বের পক্ষে দামামা বাজানো৷ এই কাজের জন্য কেন্দ্রীয় সরকার নাকি একটি বিশেষজ্ঞ দল গঠন করেছে, যাদের দিয়ে চরম সাম্প্রদায়িক আর এস এস–বিজেপির দাবি মতো ‘ভারতের ইতিহাসের প্রকৃত রং গৈরিক’কেই রবার স্ট্যাম্প দেওয়া হবে৷ সকলেই জানেন, ইতিহাস হল সমাজবিকাশের বাস্তব তথ্যভিত্তিক কালানুক্রমিক দলিল, যার মধ্যে সকল অংশের মানুষের ভূমিকাই যুক্ত থাকে৷ সেখানে সত্যকে বিকৃত করে, মিথ্যা সাজিয়ে কোনও একটি বিশেষ গোষ্ঠী বা সম্প্রদায়ের প্রতি পক্ষপাতিত্ব করার চেষ্টাই বলে দেয় এর মধ্যে কোনও হীন উদ্দেশ্য চরিতার্থ করার মতলব রয়েছে৷ বিজেপি সরকারের উদ্দেশ্যই হল, ইতিহাসেও সাম্প্রদায়িকতার রঙ চড়িয়ে দেশের মেহনতি মানুষকে সম্প্রদায়গতভাবে বিভক্ত করে রাখা৷ এর দ্বারা সাম্প্রদায়িক দাঙ্গার আগুন জ্বলে উঠলে ও দেশ রক্তস্নাত হলেই তাদের সাফল্য৷

সমস্ত ধর্মনিরপেক্ষ গণতান্ত্রিক মানুষ বিশেষ করে শিক্ষাবিদ ও ইতিহাসবিদদের কাছে আমরা আবেদন জানাচ্ছি, এই দুরভিসন্ধিমূলক পদক্ষেপের বিরুদ্ধে রুখে দাঁড়ান৷