70 Year 33 Issue 6 April, 2018
বাংলাদেশের সমাজতান্ত্রিক দল (মার্কসবাদী) কেন্দ্রীয় কার্য পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক কমরেড মুবিনুল হায়দার চৌধুরী এক বিবৃতিতে ৩০ মার্চ প্যালেস্টিনীয় জনগণের শান্তিপূর্ণ বিক্ষোভ কর্মসূচি পালন কালে ইজরায়েলি বাহিনীর গুলিতে ১৬ জন প্যালেস্টিনীয়ের মৃত্যুতে তীব্র ক্ষোভ ও নিন্দা জানান৷
বিবৃতিতে তিনি আরও বলেন, সাম্রাজ্যবাদী মদতে ইজরায়েল অধিকৃত ভূমিতে প্যালেস্টিনীয়দের প্রত্যাবাসনের স্বীকৃত অধিকারের ন্যায়সঙ্গত ও গণতান্ত্রিক দাবিতে বিক্ষোভ সমাবেশের উপর এই বর্বরোচিত ঘৃণ্য হামলা ধারাবাহিক হত্যাযজ্ঞের অংশমাত্র৷ আন্তর্জাতিক আইন ও রীতিনীতিকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে নিরপেক্ষ অঞ্চলে (বাফার জোন) অবস্থানরত প্যালেস্টিনীয়দের উপর ইজরায়েলের এই বেপরোয়া আক্রমণে সন্ত্রাসবাদীদের ভয়াল চেহারা আবারও উন্মোচিত করল৷ ৭০ বছর ধরে উচ্ছেদ হওয়া প্যালেস্টিনীয়দের ভূমি অধিকার ফিরিয়ে দেওয়ার দাবি সাম্রাজ্যবাদী চক্রান্তে বারে বারে কেবল পর্যদুস্তই হয়নি উপরন্তু জেরুজালেমে মার্কিন দূতাবাস স্থাপনের ঘোষণার মধ্য দিয়ে ইজরায়েলের সন্ত্রাসী কর্মকাণ্ডকে ইন্ধন জুগিয়েছে৷
বিবৃতিতে তিনি ইজরায়েলের এই বর্বর হত্যাকাণ্ডের বিরুদ্ধে দেশের সর্বস্তরের জনগণ সহ বিশ্ববাসীকে সোচ্চার হওয়ার আহ্বান জানান৷