এস ইউ সি আই (সি) – হাইলাকান্দি জেলা কমিটির উদ্যোগে ৬ জানুয়ারি হাইলাকান্দি সিভিল হাসপাতালের সার্বিক উন্নয়নের দাবিতে এক বিক্ষোভ মিছিল শহরের প্রধান প্রধান রাস্তা পরিক্রমা করে৷ ব্যানার ফেস্টুনে সুসজ্জিত স্লোগান মুখরিত দুই শতাধিক মানুষের দৃপ্ত মিছিল হাসপাতালের সামনে থেকে শুরু হয়ে কাঠলিছড়া বাসস্ট্যান্ড, মাটিজুরি পয়েন্ট, বাটা চৌরঙ্গি ও এন এস রোড হয়ে জেলার স্বাস্থ্য বিভাগের যুগ্ম–সঞ্চালকের কার্যালয়ের সামনে উপস্থিত হয়৷ পরে দলের জেলা কমিটির সম্পাদক কমরেড সুশীল পালের নেতৃত্বে এক প্রতিনিধিদল যুগ্ম–সঞ্চালকের মাধ্যমে রাজ্যের স্বাস্থ্যমন্ত্রীর উদ্দেশে এক স্মারকপত্র প্রদান করে৷ স্মারকপত্রে আলট্রাসাউন্ড, এক্স–রে, রক্ত পরীক্ষার ব্যবস্থা, ব্লাড ব্যাঙ্ক চালু, প্রয়োজনীয় সংখ্যক বিশেষজ্ঞ ডাক্তার ও নার্স নিয়োগ, সর্বস্তরে দুর্নীতি বন্ধ করা ইত্যাদি দাবি জানানো হয়৷ যুগ্ম–সঞ্চালক হাসপাতালকে দূষণমুক্ত করা এবং আগামী ১৫ দিনের মধ্যে একজন সার্জন নিয়োগ করার প্রতিশ্রুতি দেন এবং অন্যান্য দাবির প্রতিও সহমত প্রকাশ করেন৷ বিক্ষোভ মিছিলে দলের আসাম রাজ্য কমিটির সদস্য কমরেড ময়ূখ ভট্টাচার্য ছাড়াও বিশিষ্ট কবি ভক্ত সিং, সমাজকর্মী রঞ্জিত ঘোষ প্রমুখ অংশগ্রহণ করেন৷