আসামে রাজনৈতিক শিক্ষাশিবির

এস ইউ সি আই (কমিউনিস্ট)–এর ত্রিপুরা রাজ্য কমিটি এবং আসামের বরাক উপত্যকার কাছাড়, করিমগঞ্জ ও হাইলাকান্দি জেলা কমিটির উদ্যোগে ৮–১০ অক্টোবর আসামের শিলচরে জেলা গ্রন্থাগার ভবনে রাজনৈতিক শিক্ষাশিবির অনুষ্ঠিত হয়৷ শিবির পরিচালনা করেন দলের পলিটব্যুরো সদস্য তথা প্রখ্যাত জননেতা কমরেড অসিত ভট্টাচার্য৷ শিবিরের শুরুতে রক্তপতাকা উত্তোলন করা হয়৷ শহিদ বেদিতে মাল্যদান করেন কমরেড অসিত ভট্টাচার্য, আসাম রাজ্য সম্পাদক কমরেড চন্দ্রলেখা দাস, ত্রিপুরা রাজ্য সাংগঠনিক কমিটির সম্পাদক কমরেড অরুণ ভৌমিক প্রমুখ৷ শিক্ষাশিবিরের উদ্দেশ্য ব্যাখ্যা করে প্রথমে বক্তব্য রাখেন দলের কাছাড় জেলা সম্পাদক কমরেড শ্যামদেও কুর্মি৷ শিক্ষাশিবিরে  জ্ঞানতত্ত্ব, দ্বন্দ্বমূলক বস্তুবাদ, ঐতিহাসিক বস্তুবাদ এবং কী করে প্রকৃত কমিউনিস্ট চরিত্র অর্জন করতে হয় এ নিয়ে বিস্তৃত আলোচনা হয়৷ তিন শতাধিক কর্মী–সমর্থক অংশগ্রহণ করেন৷