করোনা মহামারি পরিস্থিতিতে সাধারণ মানুষের জীবন যখন সমস্ত দিক থেকে বিপর্যস্ত তখন ব্যাপক বাসভাড়া বাড়ানোর সিদ্ধান্ত নিল আসামের বিজেপি সরকার। শারীরিক দূরত্ব বজায় রাখার নামে অর্ধেক যাত্রী তোলার কথা বলে ভাড়া দ্বিগুণ এমনকি কোথাও কোথাও তিনগুণ পর্যন্ত বাড়ানো হয়েছে। এস ইউ সি আই কমিউনিস্টের পক্ষ থেকে এই ভাড়াবৃদ্ধিতে সরকারি অনুমোদনের তীব্র প্রতিবাদ করে ১০ সেপ্টেম্বর রাজ্যের সর্বত্র ব্যাপক বিক্ষোভ দেখানো হয়। দাবি করা হয়, প্রয়োজনে সরকার বাসমালিকদের ভরতুকি দিক কিংবা সরকার নিজে বাস চালানোর দায়িত্ব নিক। কোনও ভাবেই ভাড়া বাড়ানোর সিদ্ধান্ত রাজ্যের জনগণ মানবে না।
উল্লেখ, পশ্চিমবঙ্গেও সরকারি আশ্বাস এবং বাসমালিকদের ভরতুকি দেওয়ার কথা ঘোষণা করা হলেও প্রাইভেট বাসমালিকরা যাত্রীদের কাছ থেকে ইচ্ছামতো ভাড়া নিচ্ছে। তা এমনকি কোথাও দ্বিগুণ পর্যন্ত। স্বাভাবিক ভাবেই এ নিয়ে যাত্রীদের সাথে তর্ক-বিতর্ক, ঝামেলা লেগেই আছে। সরকার অবিলম্বে এ ব্যাপারে দৃঢ় ভূমিকা পালন করুক।