Breaking News

আসামে বিদ্যুৎগ্রাহকরা আন্দোলনে

৪ জুলাই আসামের দক্ষিণ শালমারা-মানকাচর জেলায় ৫ শতাধিক বিদ্যুৎগ্রাহক বিভিন্ন দাবিতে হাটশিঙিমারির জেলাশাসকের কার্যালয় ঘেরাও করেন। জেলার বিদ্যুৎ গ্রাহকরা দীর্ঘদিন ধরে মারাত্মক লোডশেডিংয়ে ভুগছেন। ২৪ ঘণ্টার মধ্যে ৫-৬ ঘণ্টাও বিদ্যুৎ পাওয়া যাচ্ছে না। তা ছাড়া মাশুল বৃদ্ধি, লো ভোল্টেজ, এস্টিমেটেড বিল এবং প্রিপেইড স্মার্ট মিটার সংযোজনের সমস্যা তো আছেই।

এই পরিস্থিতিতে বিদ্যুৎ গ্রাহকদের সংগঠন অল আসাম ইলেকট্রিসিটি কনজিউমার্স অ্যাসোসিয়েশনের দক্ষিণ শালমারা-মানকাচর জেলা কমিটি আন্দোলনের ডাক দেয়। কিন্তু ইতিমধ্যে প্রায় গোটা জেলাই বন্যা-কবলিত হয়ে পড়ে। তা সত্ত্বেও প্রচণ্ড প্রতিকূল আবহাওয়া অগ্রাহ্য করে ওই দিন পাঁচ শতাধিক গ্রাহক এক ঘণ্টারও বেশি সময় ডিসি কার্যালয় ঘেরাও করেন।

বক্তব্য রাখেন সংগঠনের রাজ্য আহ্বায়ক অজয় আচার্য।মুখ্যমন্ত্রীর উদ্দেশে একটি দাবিপত্র জেলাশাসকের হাতে তুলে দেওয়া হয়।