আসামে বিজেপি–অগপ জোট সরকার বাসভাড়া সহ বিভিন্ন পরিবহণের যাত্রীভাড়া বৃদ্ধির যে সিদ্ধান্ত নিয়েছে তার বিরুদ্ধে ২৪ অক্টোবর রাজ্যজুড়ে বিক্ষোভ দেখায় এস ইউ সি আই (সি)৷ দলের কাছাড় জেলা কমিটির ডাকে শিলচরে শহিদ ক্ষুদিরাম বসুর মূর্তির পাদদেশে রাজ্যের পরিবহণ মন্ত্রীর কুশপুতুল দাহ করা হয়৷ কুশপুতুলে অগ্নিসংযোগ করেন দলের জেলা কমিটির অন্যতম সদস্য কমরেড সুব্রত নাথ৷ তিনি বলেন, কর–দর–মূল্যবৃদ্ধি বিপর্যস্ত রাজ্যের সাধারণ মানুষের উপর সরকার বাড়তি প্রায় পঞ্চাশ শতাংশ যাত্রী ভাড়া চাপিয়ে দেওয়ার যে সিদ্ধান্ত নিয়েছে তা সম্পূর্ণ অন্যায় ও অযৌক্তিক৷ অবিলম্বে এই সিদ্ধান্ত প্রত্যাহার করার দাবি জানান তিনি৷ এছাড়াও বক্তব্য রাখেন দলের কাছাড় জেলা সম্পাদক কমরেড ভবতোষ চক্রবর্তী৷ তিনি বলেন, পেট্রোল ও ডিজেলের মূল্যবৃদ্ধির বিরুদ্ধে দেশজুড়ে তীব্র আন্দোলনের চাপে পড়ে কেন্দ্র সরকার বাধ্য হয়ে সামান্য হলেও পেট্রোপণ্যের মূল্য কমিয়েছে৷ রাজ্য সরকারকেও ট্যাক্স কমিয়ে জনগণকে রেহাই দিতে হবে৷ এই ভাড়া বাড়ানোর সিদ্ধান্তের বিরুদ্ধে গণতান্ত্রিক আন্দোলন গড়ে তোলার জন্য সর্বস্তরের জনসাধারণের প্রতি আহ্বান জানান তিনি৷ অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন কমরেডস প্রদীপকুমার দেব, নকুলরঞ্জন পাল, বিজিতকুমার সিনহা প্রমুখ৷
(৭১ বর্ষ ১১ সংখ্যা ১২ – ১৮ অক্টোবর, ২০১৮)