Breaking News

আসামে দরংয়ে রেললাইনের দাবিতে গণঅবস্থান

আসামের দরং জেলা স্বাধীনতার ৭৮ বছর পরও রেল যোগাযোগ থেকে বঞ্চিত। জেলার সর্বস্তরের জনসাধারণ দীর্ঘদিন থেকে দাবি জানিয়ে আসছেন এই জেলায় রেলপথ স্থাপনের। জেলা থেকে নির্বাচিত নেতা-মন্ত্রীরা বছরের পর বছর শুধু আশ্বাসবাণী শুনিয়ে যাচ্ছেন। এই অবস্থায় দাবি আদায়ের লক্ষ্যে আন্দোলন গড়ে তুলতে গঠিত হয় ‘তেজপুর-মঙ্গলদৈ-গুয়াহাটি রেলপথ দাবি’ কমিটি। কমিটির উদ্যোগে গত এক বছর ধরে আন্দোলনের নানা কর্মসূচি পালিত হয়। ২৮ ফেব্রুয়ারি কমিটির নেতৃত্বে মঙ্গলদৈ শহরে এক গণঅবস্থান সংগঠিত হয়। সেখানে বক্তব্য রাখেন কমিটির সম্পাদক জিতেন্দ্র চলিহা ও উপসভাপতি অজয় আচার্য। পরে জেলাশাসকের প্রতিনিধি অবস্থানস্থলে উপস্থিত হয়ে রেলমন্ত্রীর উদ্দেশে স্মারকলিপি গ্রহণ করেন।