Breaking News

আসামে ছাত্রসংসদে এআইডিএসও জয়ী

৮ অক্টোবর গুয়াহাটির কামাখ্যারাম বরুয়া মহিলা কলেজের ছাত্রসংসদ নির্বাচনে এ আই ডি এস ও-র প্রার্থীরা চারটি গুরুত্বপূর্ণ পদে বিজয়ী হন। সাধারণ সম্পাদক পদে দীপিকা সেন, সহকারী সাধারণ সম্পাদক সুজাতা মণ্ডল, আলোচনা সম্পাদক স্নেহা পারবিন ও সমাজসেবা সম্পাদক পিংকি পারবিন বিজয়ী হন। সাম্প্রদায়িক ও উগ্র প্রাদেশিকতাবাদী শক্তির অপপ্রচারে বিভ্রান্ত না হয়ে এ আই ডি এস ও-র প্রার্থীদের ছাত্রীরা নির্বাচিত করায় সংগঠনের রাজ্য কমিটির পক্ষ থেকে ছাত্রীদের সংগ্রামী অভিনন্দন জানানো হয়।

সংগঠনের রাজ্য সম্পাদক বলেন, কলেজের ভেতরে ও বাইরে শিক্ষার সমস্যা নিয়ে এআইডিএসও-র কর্মীরা যে সংগ্রামী ভূমিকা পালন করেছে এর প্রতিফলন ঘটেছে আজকের নির্বাচনে। ছাত্রী ও মহিলাদের উপর ঘটে চলা আক্রমণের বিরুদ্ধে, জাতীয় শিক্ষানীতি বাতিল ও সরকারি শিক্ষাব্যবস্থা রক্ষার দাবিতে আন্দোলন এবং সংগঠনের নেতৃত্বে দেশজুড়ে পরিচালিত সংগ্রাম ছাত্রছাত্রীদের সমর্থন আদায়ে সক্ষম হয়েছে।