সারা বাংলা এনআরসি বিরোধী নাগরিক কমিটির সম্পাদক গোপাল বিশ্বাস ১৬ ফেব্রুয়ারি এক প্রেস বিবৃতিতে বলেন, এনপিআর, এনআরসি, সিএএ বিরোধী আন্দোলনের অন্যতম বলিষ্ঠ নেত্রী আমাদের সকলের প্রিয় আসমত জামিল মাত্র ৪৫ বছর বয়সে ১৫ ফেব্রুয়ারি রাত সাড়ে আটটায় শেষনিঃশ্বাস ত্যাগ করেছেন। তিনি দুরারোগ্য ক্যান্সারে আক্রান্ত ছিলেন। রোগ যন্ত্রণাকে অতিক্রম করে তিনি মানুষের অধিকার রক্ষার আন্দোলনে বলিষ্ঠ নেত্রী হিসাবে গভীর অনুপ্রেরণার উৎস হয়ে উঠেছিলেন।
সমাজকর্মী আসমত জামিলের আহ্বানেই দিল্লির শাহিনবাগের অনুপ্রেরণায় পার্ক সার্কাস ময়দানে ‘পার্ক সার্কাস স্বাধীনতা আন্দোলন ২.০’ শিরোনামে ঐতিহাসিক লাগাতার অবস্থান শুরু হয়, যা ব্যাপক বিস্তার লাভ করে। তাঁর মৃত্যুতে এই আন্দোলন অন্যতম জনপ্রিয়, নির্ভীক, মূল্যবোধসম্পন্ন এক নেত্রীকে হারাল। আমরা তাঁর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করছি এবং তাঁর প্রতি যথাযথ শ্রদ্ধা জ্ঞাপনের উদ্দেশ্যে এই আন্দোলনকে জোরদার করার জন্য সমস্ত গণতন্ত্রপ্রিয় নাগরিকদের কাছে আবেদন জানাচ্ছি।