সাম্প্রতিক অতিমারি পরিস্থিতিতে অত্যন্ত ঝুঁকির মধ্যে কাজ করছেন আশা কর্মীরা। অথচ নেই স্থায়ী স্বাস্থ্যকর্মীর স্বীকৃতি। ‘দিশা’ ডিউটিতে নেই উপযুক্ত পরিকাঠামো ও নিরাপত্তার ব্যবস্থা। বহু ক্ষেত্রে মিলছে না প্যাকেজের টাকাও। এইসব সমস্যার সমাধান সহ ন্যূনতম ২১ হাজার টাকা বেতন ও অন্যান্য দাবিতে হাওড়া জেলার আশা কর্মীরা ১৭ নভেম্বর উলুবেড়িয়া এসডিও-র কাছে স্মারকলিপি দেন। প্রতিনিধিত্ব করেন মধুমিতা মুখার্জি, শাহানা সুলতানা, মিলি মণ্ডল, তাপসী গিরি প্রমুখ।
এদিন সকালে তাঁরা উলুবেড়িয়া স্টেশনে সমবেত হয়ে ২৬ নভেম্বরের সারা ভারত সাধারণ ধর্মঘটের সমর্থনে উলুবেড়িয়া শহরে সুসজ্জিত মিছিল করেন। এসডিও অফিসের সামনে ধর্মঘটের সমর্থনে বক্তব্য রাখেন এআইইউটিইউসি হাওড়া গ্রামীণ জেলা কমিটির সংগঠক নিখিল বেরা।