Breaking News

আশাকর্মীদের রাজ্য সম্মেলন কলকাতায়

আশাকর্মী সহ ১০ লক্ষেরও বেশি মহিলা এ রাজ্যে বিভিন্ন প্রকল্পে স্কিম কর্মী হিসাবে কাজ করে চলেছেন। এঁরা অতি অল্প পারিশ্রমিকে বছরের পর বছর বিভিন্ন গুরুত্বপূর্ণ সামাজিক ক্ষেত্রে পরিষেবা দিয়ে আসছেন। অথচ সরকার তাদের নিয়মিত কর্মচারীর মর্যাদা দেয় না। ফলে তাঁরা ন্যূনতম বেতন, পেনশন, সরকারি ছুটি সহ সমস্ত অধিকার থেকে বঞ্চিত। কর্মক্ষেত্রে কোনও নিরাপত্তা নেই। এই পরিস্থিতি পরিবর্তনের দাবিতে পশ্চিমবঙ্গ আশাকর্মী ইউনিয়নের নেতৃত্বে ধারাবাহিক আন্দোলন চলছে। বস্তুত এআইইউটিইউসি-র নেতৃত্বে সমস্ত আশাকর্মীদের সংগঠিত করে পশ্চিমবঙ্গ আশাকর্মী ইউনিয়ন এ রাজ্যে একক সংগঠনে পরিণত হয়েছে।

আন্দোলনের ধারাবাহিকতায় জেলায় জেলায় সম্মেলন সম্পন্ন হওয়ার পর ২৩ সেপ্টেম্বর কলকাতার ইউনিভার্সিটি ইনস্টিটিউট হলে প্রাকৃতিক দুর্যোগ উপেক্ষা করে অনুষ্ঠিত হল রাজ্য সম্মেলন। উপস্থিত ছিলেন এআইইউটিইউসি-র পশ্চিমবঙ্গ রাজ্য সভাপতি কমরেড এ এল গুপ্তা, সম্পাদক কমরেড অশোক দাস, সহসভাপতি কমরেড নন্দ পাত্র, স্কিম ওয়ার্কার্স ফেডারেশনের পক্ষে অধ্যাপিকা অনুরূপা দাস ও কমরেড অমল মাইতি। বিভিন্ন স্কিমের নেতৃবৃন্দও উপস্থিত ছিলেন। সব ক’টি জেলা থেকেই প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। সম্মেলন থেকে কৃষ্ণা প্রধানকে সভানেত্রী, ইসমত আরা খাতুনকে রাজ্য সম্পাদক, মিতা হোড়কে অফিস সম্পাদক ও শ্রাবন্তী মণ্ডলকে কোষাধ্যক্ষ করে ১৭০ জনের কমিটি গঠিত হয়।