Breaking News

আশাকর্মীদের কোচবিহার জেলা সম্মেলন

২৭ মে কোচবিহার রবীন্দ্র ভবনে এআইইউটিইউসি অনুমোদিত পশ্চিমবঙ্গ আশাকর্মী ইউনিয়নের তৃতীয় কোচবিহার জেলা সম্মেলন অনুষ্ঠিত হয়। শহিদ বেদিতে মাল্যদান এবং জেলার আশাকর্মী আন্দোলনের ছবি সম্বলিত প্রদর্শনী উন্মোচন করেন ইউনিয়নের রাজ্য সম্পাদিকা ইসমত আরা খাতুন। প্রধান অতিথি ছিলেন স্কিম ওয়ার্কার্স ফেডারেশনের অন্যতম উপদেষ্টা অধ্যাপিকা অনুরূপা দাস, প্রধান বক্তা ছিলেন ইসমত আরা খাতুন। আশাকর্মীদের স্থায়ী সরকারি কর্মচারীর স্বীকৃতি, মাসিক নূ্যনতম ২৬ হাজার টাকা বেতন, পিএফ, গ্র্যাচুইটি, পেনশনের ব্যবস্থা এবং সরকারি কর্মচারীর মতো ছুটি সহ অন্যান্য দাবিতে এই সম্মেলন সংগঠিত হয়।

সম্মেলনে জেলার ১১টি ব্লক থেকে ১০৫৩ জন প্রতিনিধি ছিলেন। সম্মেলন থেকে সভাপতি হিসাবে শিপ্রা দে তরফদার, সম্পাদিকা হিসেবে রীনা ঘোষ, অফিস সম্পাদক হিসেবে বিজয়িনী রায় এবং কোষাধ্যক্ষ হিসেবে অনিমা বর্মন মণ্ডল নির্বাচিত হয়েছেন।