২২ ফেব্রুয়ারি পশ্চিমবঙ্গ আশাকর্মী ইউনিয়নের নেতৃত্বে হাজার হাজার আশাকর্মীর ঢেউ আছড়ে পড়ল উত্তরকন্যা প্রশাসনিক দপ্তরে। ইন্সেন্টিভ ৮ ভাগে ভাগ করে পাঠানো চলবে না, আশাকর্মীদের স্থায়ী স্বাস্থ্যকর্মীর স্বীকৃতি, অতিরিক্ত কাজের বোঝা না চাপানো, করোনা আক্রান্ত ও মৃত আশাকর্মীদের ঘোষিত বিমা অবিলম্বে মেটানো সহ আরও ১০ দফা দাবির ভিত্তিতে এই অভিযান হয়। উত্তরবঙ্গের সাতটি জেলা থেকে ১০ হাজারেরও বেশি আশাকর্মী এই অভিযানে যোগদান করেন। জলপাই মোড়ে জমায়েত করে উত্তরকন্যা ও এসডির কাছে স্মারকলিপি দেওয়া হয়।