১৭ অক্টোবর এআইডিএসও, এআইডিওয়াইও এবং এআইএমএসএস-এর দিল্লি রাজ্য কমিটির পক্ষ থেকে আর জি কর আন্দোলনের প্রতি সংহতি জানিয়ে ও দোষীদের শাস্তির দাবিতে বিক্ষোভ দেখানো হয়। দিল্লি ছাড়াও হরিয়ানা, মধ্যপ্রদেশ থেকে বহু ছাত্র-যুব-মহিলা ও সাধারণ মানুষ উপস্থিত ছিলেন। দিল্লি এআইডিএসও-র সহ সভাপতি সুমন, এআইডিওয়াইও-র ঋতু আসওয়াল, এআইএমএসএস-এর সম্পাদক ঋতু কৌশিক ও সহ সভাপতি সারদা দীক্ষিত বক্তব্য রাখেন। চলমান আন্দোলনের প্রতি সংহতি জানিয়ে বক্তব্য রাখেন হরিয়ানার ছাত্রনেতা হরিশ, মধ্যপ্রদেশের ছাত্রনেতা সুনীল সেন, মধ্যপ্রদেশের যুবনেতা প্রমোদ নামদেব। ছাত্ররা প্রতিবাদী গান করেন। বিক্ষোভ সভার শেষ হয় একটি মিছিলের মধ্য দিয়ে। সভা পরিচালনা করেন দিল্লি এআইডিএসও-র সম্পাদক মৌসম কুমারী। সভা থেকে নিরপেক্ষ তদন্তের দাবিতে সিবিআই কেন্দ্রীয় দপ্তরেও স্মারকলিপি জমা দেওয়া হয়।