আর জি করঃ খুদে ফুটবলাররাও রাস্তায়

ক্রীড়াপ্রেমীদের প্রতিবাদের ভয়ে বাতিল করা হল ডুরান্ড কাপের ডার্বি ম্যাচ। ইস্টবেঙ্গল-মোহনবাগানের মধ্যে ১৮ আগস্ট ম্যাচ ছিল। দুই দলের সমর্থকরা জানিয়েছিলেন, তাঁরা সমবেতভাবে আরজি কর কাণ্ডের প্রতিবাদ জানাবেন। এতেই ভীত সন্ত্রস্ত হয়ে সরকার ডার্বি বাতিল করে দেয়। তারই প্রতিবাদে ফোরাম ফর স্পোর্টস পারসন্স অফ ইন্ডিয়া এবং সেন্ট্রাল ক্যালকাটা গোষ্ঠ পাল মেমোরিয়াল স্পোর্টিং ক্লাব রাস্তায় নামে। খুদে ফুটবলাররা রাজা সুবোধ মল্লিক স্কোয়ারের সামনে মানববন্ধনে আবদ্ধ হয় এবং স্লোগান তোলে– আমার দিদির বিচার চাই/সারা দেশে একই স্বর/জাস্টিস ফর আরজি কর

কর্মসূচিতে উপস্থিত ছিলেন ফোরাম ফর স্পোর্টস পারসন্স অফ ইন্ডিয়ার সভাপতি ডাক্তার অশোক সামন্ত। সেন্ট্রাল ক্যালকাটা গোষ্ঠ পাল মেমোরিয়াল স্পোর্টিং ক্লাবের চিফ কোচ ও প্রাক্তন মহামেডান স্পোর্টিং ক্লাবের প্লেয়ার জুলফিকার আলি, সম্পাদক সামসুল আলম, মন্টু মণ্ডল, আবু সাঈদ প্রমুখ। ডাক্তার অশোক সামন্ত এই নৃশংস হত্যার প্রতিবাদে সারা দেশের সমস্ত খেলার মাঠে ক্রীড়াবিদ ও ক্রীড়াপ্রেমীদের প্রতিবাদে সামিল হওয়ার আহ্বান জানান। আর জি কর কাণ্ডে প্রতিবাদের ভয়ে ডুরান্ড কাপ বাতিলের জন্য রাজ্য সরকারকে তীব্র নিন্দা জানান।