Breaking News

 আর জি করঃ অবিলম্বে বিচারের দাবিতে তমলুকে প্রতিবাদ মিছিল

‘কেটে গেছে ৯০ দিন, আজও অভয়া বিচারহীন’। আর জি কর মেডিকেল কলেজ ও হাসপাতালে ৯ আগস্ট ডাক্তার ছাত্রীর নৃশংস ধর্ষণ ও হত্যাকাণ্ডের বিরুদ্ধে ৯ নভেম্বর পূর্ব মেদিনীপুরের তমলুকে বিক্ষোভ মিছিল সংঘটিত হয় ‘আমরা তমলুকবাসী’র পক্ষ থেকে। তমলুক হাসপাতাল মোড়ে ক্ষুদিরাম মূর্তির পাদদেশ থেকে স্লোগান মুখরিত ও বিভিন্ন দাবি সম্বলিত প্ল্যাকার্ড হাতে মিছিল শুরু হয়ে শহর পরিক্রমা করে মানিকতলার মাতঙ্গিনী হাজরার মূর্তি পর্যন্ত যায়। গান আবৃত্তির মাধ্যমে প্রতিবাদ জানান নাগরিকরা। সিবিআই-এর নিষ্ক্রিয়তার প্রতিবাদ জানানো হয়। কেবল সঞ্জয় রায়ের নামে চার্জশিট দিয়ে বাস্তবে দোষীদের আড়াল করার চেষ্টা হচ্ছে কিনা তা নিয়ে সংশয় প্রকাশ করা হয়। থ্রেট কালচারের বিরুদ্ধে ও নারীদের নিরাপত্তা রক্ষায় প্রশাসনিক ভূমিকার দাবি ওঠে।