আমেরিকার আন্দোলনরত ছাত্রদের প্রতি সংহতি এস ইউ সি আই (সি)-র

আমেরিকার আন্দোলনরত ছাত্রদের প্রতি সমর্থন এবং সংহতি জানিয়ে এস ইউ সি আই (সি)-র সাধারণ সম্পাদক কমরেড প্রভাস ঘোষ ২৭ এপ্রিল এক বিবৃতিতে বলেন–ইজরায়েলের খুনি-নীতির প্রতি মার্কিন সরকারের সমর্থনের পরিণামে গাজার বুকে ভয়ঙ্কর গণহত্যা চলছে। এর প্রতিবাদে আমেরিকার ছাত্রসমাজ সে দেশের বিশ্ববিদ্যালয়গুলির প্রাঙ্গণে লাগাতার বিক্ষোভ-আন্দোলন চালাচ্ছেন। তাঁরা আরও একবার ইতিহাস সৃষ্টি করছেন। ছাত্ররা নানা বিশ্ববিদ্যালয়ে অস্থায়ী শিবির তৈরি করে চব্বিশ ঘণ্টা আন্দোলন চালিয়ে যাচ্ছেন। তাঁদের দাবি, মার্কিন সরকার ইজরায়েলের প্যালেস্টাইন আক্রমণকে সমর্থন করা বন্ধ করুক, প্যালেস্টাইনের জনগণের বিরুদ্ধে যুদ্ধ অবিলম্বে বন্ধ হোক। পুলিশ বিক্ষোভকারীদের ওপর ঝাঁপিয়ে পড়ে নির্বিচারে অত্যাচার চালাচ্ছে ও তাঁদের গ্রেপ্তার করছে। এই ছাত্র আন্দোলন আমাদের স্মরণ করিয়ে দেয় ভিয়েতনাম যুদ্ধের সময় মার্কিন সরকারের বিরুদ্ধে আমেরিকার মানুষের ঐতিহাসিক আন্দোলনের কথা। আমরা, ভারতবর্ষের জনগণের পক্ষ থেকে আমেরিকার সংগ্রামী ছাত্রদের এই আন্দোলনের প্রতি পূর্ণ সমর্থন ও সংহতি জানাচ্ছি।

ছাত্র সংগঠন অল ইন্ডিয়া ডিএসও-র সাধারণ সম্পাদক কমরেড সৌরভ ঘোষ এই ছাত্র আন্দোলনের প্রতি পূর্ণ সমর্থন ও সংহতি জানিয়ে ছাত্রসমাজের কাছে আবেদন জানিয়েছেন, বৌদ্ধিক সম্পদ বা অন্য কোনও সম্পদ যুদ্ধ ও গণহত্যার কাজে লাগানোর বিরুদ্ধে রুখে দাঁড়ান। মহিলা সংগঠন এআইএমএসএস-এর সাধারণ সম্পাদক ছবি মহান্তি বলেন, ছাত্রী এবং অধ্যাপিকাদের গ্রেপ্তার করতে গিয়ে পুরুষ পুলিশকর্মীরা যেভাবে নিষ্ঠুর বলপ্রয়োগ করছে তা সভ্যতাবিরোধী।