কাঁথি : ১৮ জানুয়ারি পূর্ব মেদিনীপুরের কাঁথি শহরের জনমঙ্গল সংহতি হলে অনুষ্ঠিত হল সর্বস্তরের ব্যাঙ্ক আমানতকারীদের কনভেনশন৷ কেন্দ্রীয় সরকারের এফ আর ডি আই বিল– যা আসলে গ্রাহক আমানত নয়ছয় বা লুটপাট করার বিল– তার বিরুদ্ধেই এই কনভেনশন অনুষ্ঠিত হয়৷ এখানে সভাপতিত্ব করেন প্রাক্তন শিক্ষক জগদীশচন্দ্র ঘোড়াই৷ বক্তব্য রাখেন প্রাক্তন ব্যাঙ্ককর্মী কমলাকান্ত শূর, দীপক কুমার রক্ষিত, সাংবাদিক সুব্রত গুহ, ত্রিদিব রায়, আইনজীবী গৌতম চন্দ, শিক্ষক রবীন্দ্রনাথ পতি, সারথি মাইতি, ছাত্রনেতা রঞ্জিত জানা প্রমুখ৷ এছাড়াও বক্তব্য রাখেন অল ইন্ডিয়া ব্যাঙ্ক এমপ্লয়িজ ইউনিটি ফোরামের রাজ্য সম্পাদক গৌরীশঙ্কর দাস৷ তাঁরা বলেন, ব্যাঙ্কগুলির বিপুল পরিমাণ অনাদায়ী ঋণ যা এদেশের বৃহৎ পুঁজিপতিরা পরিশোধ করেনি তার বোঝা সরকার জনগণের উপর চাপাতে চলেছে৷ একে আটকাতে না পারলে গ্রাহকদের আমানতের কোনও সুরক্ষাই থাকবে না৷ এই অবস্থায় গ্রাহক সুরক্ষা কমিটি গড়ে তোলার প্রয়োজনীয়তা অনুভব করেন সকলেই৷ তপন কুমার মণ্ডলকে সভাপতি এবং তনয় রঞ্জন ভূঞ্যা ও সুশান্ত জানাকে যুগ্ম–সম্পাদক করে ৩১ জনের ব্যাঙ্ক আমানতকারী সুরক্ষা কমিটি গঠিত হয়৷
বাঁকুড়া : ১৭–১৮ জানুয়ারি এস ইউ সি আই (সি) বাঁকুড়া জেলা কমিটির উদ্যোগে বাঁকুড়া শহর, ঝাঁটিপাহাড়ি এবং সোনামুখীতে এফ আর ডি আই বিলের বিরুদ্ধে বিক্ষোভ দেখানো হয়৷ সর্বত্র ব্যাঙ্কগ্রাহকদের মধ্যে দলের প্রকাশিত হ্যান্ডবিল দেওয়া হয়৷ বিভিন্ন ব্যাঙ্কের সামনে বিক্ষোভ সভায় কমরেডস স্বপন নাগ, কৃপাসিন্ধু কর্মকার, শিশির কোলে, সুমিত রায় প্রমুখ বক্তব্য রাখেন৷ তাঁরা জানান, সোনামুখীতে ব্যাঙ্কের আমানতকারী বরিষ্ঠ সমিতির পক্ষ থেকেও স্থানীয় সমস্যা এবং এফ আর ডি আই বিলের বিরুদ্ধে ব্যাঙ্ক ম্যানেজারকে ডেপুটেশন দেওয়া হয়েছে৷ একজন প্রবীণ চিকিৎসক ও ব্যাঙ্ককর্মী আন্দোলন চালিয়ে যাওয়ার জন্য আমানতকারীদের সংগঠিত হতে আহ্বান জানান৷