সব গরিব মানুষের নাম আবাস তালিকাভুক্ত করা, সব মৌজায় জলনিকাশি ও সেচের ব্যবস্থা, বন্ধ হয়ে যাওয়া বাস পরিষেবা চালু, স্থায়ী নদীবাঁধ নির্মাণ, নন্দীগ্রাম রেল প্রকল্প রূপায়ণ, জমিহারাদের ক্ষতিপূরণ ও কর্মসংস্থানের ব্যবস্থা এবং নন্দীগ্রাম-হলদিয়া ফেরি সার্ভিসের নতুন সময়সূচি রূপায়ণের দাবিতে নন্দীগ্রাম বিডিও অফিসে ১২ ডিসেম্বর বিক্ষোভ দেখায় ও ডেপুটেশন দেয় এস ইউ সি আই (কমিউনিস্ট)-এর নন্দীগ্রাম লোকাল কমিটি। বিডিও অফিসের সামনে বিক্ষোভ সভায় আবাস দুর্নীতির বিরুদ্ধে বক্তারা ক্ষোভে ফেটে পড়েন। আন্দোলনে নেতৃত্ব দেন কমরেডস মনোজ দাস, অসিত জানা, অসিত প্রধান, বিমল মাইতি প্রমুখ।