আন্দোলনের ডাক শিক্ষকদের

বঙ্গীয় প্রাথমিক শিক্ষক সমিতি (বিপিটিএ)–র রাজ্য বার্ষিক সাধারণ সভা ২৪ ডিসেম্বর কলকাতার ইস্ট ক্যালকাটা ন্যাশনাল স্কুলে অনুষ্ঠিত হয়৷ প্রথম শ্রেণি থেকে পাশ–ফেল চালু, শিক্ষকদের প্রস্তাবিত আচরণবিধি বাতিল, দুর্নীতিমুক্ত ভাবে প্রতি বছর শিক্ষক নিয়োগ, অবিলম্বে ষষ্ঠ বেতন কমিশন কার্যকর ও কেন্দ্রীয় হারে ডি এ প্রদান, মিড–ডে  মিলে মাথাপিছু ১০ টাকা বরাদ্দ সহ শিক্ষা ও শিক্ষকদের নানা দাবিতে বর্ষব্যাপী আন্দোলনের প্রস্তাব সভায় গৃহীত হয়৷

সমিতির সহ সভাপতি পীযূষকান্তি চক্রবর্তী বলেন, দেশের জনগণ এবং কেন্দ্রীয় ও রাজ্য সরকারগুলি যখন পাশ–ফেল চালু করতে চলেছে তখন এ রাজ্যে যারা পাশ–ফেল তুলে দিয়েছিল তারাই  আরএসএস–এর অজুহাতে এর বিরোধিতা করছে৷ এর চেয়ে ন্যক্কারজনক ঘটনা আর কী হতে পারে? প্রস্তাবে উল্লিখিত দাবিতে আগামী ২৭ ফেব্রুয়ারি বিধানসভা অভিযানের কথা ঘোষণা করেন সাধারণ সম্পাদক আনন্দ হাণ্ডা৷ সমিতির সভাপতি অজিত হোড় শিক্ষাদানের পাশাপাশি সমাজ গঠনেও শিক্ষকদের বিশেষ ভূমিকা গ্রহণের আবেদন জানান৷