রাজ্য জুড়ে ‘পথশ্রী’ প্রকল্পের প্রচার, অথচ পশ্চিম মেদিনীপুরের সবং ব্লকে বাজারপাড়া থেকে মোহিনী ব্রিজ পর্যন্ত প্রায় ৬ কিমি রাস্তা চলাচলের অযোগ্য। প্রশাসনকে বারবার জানিয়েও কাজ না হওয়ায় ১০ ফেব্রুয়ারি সবং নাগরিক কমিটির পক্ষ থেকে পথ অবরোধ করা হয়। বিডিও-র প্রতিনিধি সে দিন সভামঞ্চে আশ্বাস দেন মার্চ মাসের মধ্যেই রাস্তাটির সম্পূর্ণ সংস্কার হবে। পরে জানা যায়, মাত্র ১২০০ মিটার সংস্কার হবে।
এই অবস্থায় ১২ এপ্রিল দলমত নির্বিশেষে এলাকার চার শতাধিক মানুষ পথ অবরোধ করেন। তাঁরা রাস্তা সংস্কারের বিষয়ে প্রশাসনের কাছে লিখিত প্রতিশ্রুতির দাবি জানান। কিন্তু সাধারণ মানুষের দাবিকে উপেক্ষা করে, পুলিশ প্রশাসন চাপ দিয়ে অবরোধ তুলে দিতে তৎপর হয়। উপকৃত মানুষ তাতে নতিস্বীকার না করলে শাসক দল তৃণমূলের গুন্ডাবাহিনী আন্দোলনকারীদের উপর হামলা চালায়। নাগরিক কমিটির সহ সম্পাদক অনিমেষ ঘোষাল গুন্ডাবাহিনীর আক্রমণে গুরুতর আহত হন। তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের এই নির্লজ্জ আক্রমণ ও সন্ত্রাসের প্রতিবাদে নাগরিক কমিটি সমগ্র এলাকায় ধিক্কার কর্মসূচি গ্রহণ করেছে।