আন্দোলন করে দাবি আদায় করলেন আশাকর্মীরা

মালদা

এআইইউটিইউসি অনুমোদিত পশ্চিমবঙ্গ আশাকর্মী ইউনিয়নের পক্ষ থেকে ২৯ অক্টোবর সারা রাজ্যে অবরোধ, প্রতীকী ফরম্যাট পোড়ানো এবং জেলা সিএমওএইচ দপ্তরে ডেপুটেশন হয়েছে। এই কর্মসূচিতে রাজ্যে প্রায় ৩০-৩৫ হাজার আশাকর্মী অংশগ্রহণ করেন। ইউনিয়নের দীর্ঘ আন্দোলনের ফলে সরকার অনেক প্রতিশ্রুতি দিয়েছিল। তার মধ্যে শুধু হাসপাতালে দিশা ডিউটি বাতিল করেছে, বাকি দাবিগুলি কার্যকর করেনি। এই অবস্থায় আন্দোলন তীব্র করেছে ইউনিয়ন। এ দিন কর্তৃপক্ষ জানিয়েছেন, ইন্সেন্টিভের সব টাকা এক সপ্তাহের মধ্যে মিটিয়ে দেওয়া হবে, বুধবারের সরকারি ছুটির কোনও টাকা কাটা হবে না। মোবাইল রিচার্জ বাবদ ৩০০ টাকা এপ্রিল মাস থেকে দেওয়া হবে, জনসমীক্ষার জন্য টাকা দেওয়া হবে। গুরুতর কোনও কারণে অসুস্থ থাকলে তার ফিক্সড অনারিয়াম কাটা হবে না। চুড়িদার পরতে কোনও অর্ডার লাগবে না, সুতি কাপড় দেওয়ার প্রতিশ্রুতি দেওয়া হয়েছে। নার্সিংহোমে ডেলিভারি হলেও আশাকর্মীরা তাঁদের প্রাপ্য থেকে যাতে বঞ্চিত না হয় সেটা দেখা হবে। রাতে যাতে হাসপাতালে যেতে না হয় তাও দেখা হবে। এই প্রতিশ্রুতিগুলি সবই দীর্ঘ আন্দোলনের ফসল।

এ দিন মালদায় বিশাল সমাবেশ হয়। মালদার আশাকর্মী ভারতী পাল ঘোষকে কাজ থেকে বসিয়ে দেওয়া হয়েছিল। আন্দোলনের চাপে ৭ মাস পর কর্তৃপক্ষ তাঁকে পুনর্বহাল করতে বাধ্য হয়। স্বাস্থ্যঅধিকর্তা ইউনিয়নের প্রতিনিধিদের সাথে ২৩ নভেম্বর বৈঠক করার প্রতিশ্রুতি দিয়েছেন।

বিষ্ণুপুর, বাঁকুড়া

গণদাবী ৭৪ বর্ষ ১৩ সংখ্যা ৫ নভেম্বর ২০২১