পূর্ব বর্ধমানে সম্মেলন : ১৩ ফেব্রুয়ারি পূর্ব বর্ধমানের কাটোয়া শহরে রবীন্দ্র ভবনে এআইকেকেএমএস-এর প্রথম জেলা সম্মেলন অনুষ্ঠিত হয় দুই শতাধিক প্রতিনিধির উপস্থিতিতে। বক্তব্য রাখেন সংগঠনের রাজ্য সম্পাদক কমরেড পঞ্চানন প্রধান, রাজ্য কমিটির সদস্য কমরেড দনা গোস্বামী, এসইউসিআই(সি)-র জেলা সম্পাদক কমরেড অনিরুদ্ধ কুণ্ডু। কমরেড অরবিন্দ সাহাকে সভাপতি, মোজ্জাম্মেল হককে সম্পাদক করে ২৯ জনের জেলা কমিটি গঠিত হয় ।
এগরায় ব্লক সম্মেলন : কৃষি আইন ও বিদ্যুৎ বিল বাতিলের দাবিতে ও দিল্লির কৃষক আন্দোলনের সমর্থনে এবং কৃষকদের নানা দাবিতে ১২ ফেব্রুয়ারি কুদি বাজারে অল ইন্ডিয়া কিসান খেতমজদুর সংগঠনের এগরা ১ নং ব্লক সম্মেলন অনুষ্ঠিত হয়। সভাপতিত্ব করেন সংগঠনের পূর্ব মেদিনীপুর জেলা কমিটির সদস্য কমরেড অনুপ জানা। বক্তব্য রাখেন সংগঠনের রাজ্য নেতা কমরেড বিবেক রায় এবং জেলা সম্পাদকমণ্ডলীর সদস্য কমরেড বলরাম দাস। উপস্থিত ছিলেন সংগঠনের জেলা নেতা কমরেড সনাতন গিরি। সম্মেলনে দাবি ওঠে, সমস্ত চাষির ধান চিনাবাদাম লঙ্কা সহ কৃষিপণ্য ন্যায্যমূল্যে সরকারি বাজারে ক্রয় করতে হবে, কুদিতে পান, চিনাবাদামের মান্ডি চালু করতে হবে, প্রতি অঞ্চলে ধান কেনার শিবির চালু করতে হবে, ধান কেনায় দুর্নীতি দলবাজি বন্ধ করতে হবে, কুদি-ছত্রি-বালিঘাই ক্যানাল সহ দুবদা বেশিনের সমস্ত খাল সংস্কার করতে হবে। উপস্থিত ছিলেন জেলা সম্পাদক কমরেড জগদীশ সাউ। কমরেড প্রদীপ মাইতিকে সম্পাদক এবং কমরেড অনুপ জানাকে সভাপতি করে ৩১ জনের এগরা ব্লক-১ কমিটি গঠিত হয়। সম্মেলনে তিন শতাধিক কৃষক উপস্থিত ছিলেন।