পুরুলিয়া জেলার উত্তর প্রান্তে একদিকে দামোদর আর একদিকে জয়চণ্ডী পাহাড় নিয়ে আছে রঘুনাথপুর। বিধানসভায় এবার এস ইউ সি আই (সি) দলের প্রার্থী পশুপতি রায়। পঞ্চকোট পাহাড় ঘেঁষা দিঘা অঞ্চলের পর্বতপুর গ্রামের প্রাথমিক স্কুল শিক্ষক পশুপতি বাবুর ভূমিকা জানেন এলাকার মানুষ। বিগত পঞ্চায়েত নির্বাচনের সময় শাসক দলের ভোট লুঠের বিরুদ্ধে কীভাবে রুখে দাঁড়িয়েছিলেন তিনি, তা এখনও ঘোরে মানুষের মুখে মুখে। এলাকায় বেআইনি মদের ভাটি উচ্ছেদের আন্দোলনেও ভূমিকা আছে তাঁর। এ বিষয়ে গ্রামের মহিলাদের ভূমিকাও শ্রদ্ধার সঙ্গে স্মরণ করে মানুষ। এই রঘুনাথপুরে বিড়ি শ্রমিক আন্দোলনের নেতা কমরেড হরিপদ বাউরি, বিজয় বাউরি এস ইউ সি আই (সি) দলের প্রার্থী হিসাবে জিতে বিধানসভায় গিয়েছিলেন। আর পরবর্তীকালে সিপিএম, তৃণমূলও জিতেছে। এলাকার মানুষের মনে এই দুটি ক্ষেত্রের পার্থক্য স্পষ্ট। এস ইউ সি আই (সি) এমএলএ-রা আখের গোছাননি। এলাকার বিড়ি শ্রমিক, রেশম শ্রমিক, চাষির দাবি নিয়ে লড়াইকে নেতৃত্ব দিয়েছেন। দল আন্দোলন গড়ে তুলেছে খরা প্রতিরোধের দাবিতে। মানুষ স্মরণ করে গরিব তাঁতিদের নিয়ে আন্দোলনের কথা। দামোদরের জলকে কাজে লাগিয়ে সেচ, ও পানীয় জলপ্রকল্প, জোড়বাঁধ তৈরি করে স্থানীয় সেচ ইত্যাদি দাবিতে আন্দোলন করেছে এই দলটাই। এলাকার অনুর্বর অকৃষি জমি এবং সংলগ্ন এলাকার কয়লা ও ঝাড়খণ্ডের লোহা ইত্যাদি খনিজকে কাজে লাগিয়ে শিল্প এবং তার পরিকাঠামো গড়ে তোলার দাবিতে আন্দোলন করেছে এস ইউ সি আই (সি)। শিল্পে স্থানীয় মানুষের কর্মসংস্থানের দাবিও আদায় করেছে এই দল। আবার জয় বালাজি গোষ্ঠী যখন জমি নিয়েও শিল্প গড়েনি সেই জমি চাষিকে ফিরিয়ে দেওয়ার দাবিও লড়েই আদায় করতে পাশে থেকেছে তারাই। রঘুনাথপুরে মদ উচ্ছেদে এই দলের ভূমিকা শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন এলাকার গরিব বস্তির মা-বোনেরা।
এবারের ভোটে রঘুনাথপুর মহকুমার রঘুনাথপুর, কাশীপুর, পাড়া এই তিন কেন্দ্রের এস ইউ সি আই (সি) প্রার্থীরা যেদিন মনোনয়ন দিতে যাচ্ছেন, এসডিও-অফিসমুখী সেই মিছিলই হয়ে উঠেছে মানুষের অন্যতম আলোচ্য বিষয়। মিছিল বাস স্ট্যান্ড থেকে একটু এগোতেই বাইক নিয়ে দাঁড়িয়ে থাকা এক যুবকের মন্তব্য ‘এরা শুধু নমিনেশন দিতে সবার আগে নয়, অন্যায় হলে এরাই রুখতে এগোয় সবার আগে’। বাস রাস্তার ধারের চায়ের দোকানে বসে একটু জিরিয়ে নেওয়ার ফাঁকে চাঁদা গড়িয়ার গরিব বস্তিবাসী, সাত নম্বর ওয়ার্ডের বেদিয়া পাড়ার গরিব মানুষের জটলাতেও সেই কথা– সমস্যা সমাধানের আন্দোলনে এই দলকেই চাই।