আন্দোলনের জয়ে অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িকাদের অভিনন্দন এআইইউটিইউসি-র

দীর্ঘ বীরত্বপূর্ণ আন্দোলনের গৌরবময় জয়ে এআইইউটিইউসি-র কেন্দ্রীয় কমিটির পক্ষে হরিয়ানার অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িকাদের অভিনন্দন জানান সংগঠনের সাধারণ সম্পাদক কমরেড শঙ্কর দাশগুপ্ত। ৬ এপ্রিল এক বিবৃতিতে তিনি বলেন, ১৯ দফা দাবিতে হরিয়ানার অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িকারা ১১৮ দিন ধরে লাগাতার যে ঐতিহাসিক ধর্মঘট চালালেন, তার ফলশ্রুতিতে তাঁরা অধিকাংশ দাবিই আদায় করেছেন। তিনি বলেন, আন্দোলন ভাঙতে সরকার ও শ্রমিকবিরোধী শক্তিগুলির সমস্ত রকমের দমন-পীড়ন ও ষড়যন্ত্রমূলক কার্যকলাপ মোকাবিলা করে হাজার হাজার নিপীড়িত মহিলা-কর্মী ঐক্যবদ্ধভাবে যে বীরত্বপূর্ণ সংগ্রাম দীর্ঘদিন ধরে চালালেন, শ্রমিক শ্রেণির আন্দোলনের ইতিহাসে তা উজ্জ্বল অক্ষরে লেখা থাকবে। এই আন্দোলনে এআইইউটিইউসি প্রশংসনীয় ভূমিকা পালন করেছে। কেন্দ্র ও রাজ্যে একচেটিয়া পুঁজির স্বার্থবাহী শ্রমিকবিরোধী সরকারগুলির ক্রমবর্ধমান ফ্যাসিবাদী আক্রমণের বিরুদ্ধে দেশের সর্বস্তরের মেহনতি মানুষকে ঐক্যবদ্ধ ও লাগাতার আন্দোলন গড়ে তুলতে এই ঐতিহাসিক আন্দোলন নিঃসন্দেহে প্রেরণা জোগাবে।

এআইএমএসএস-এর অভিনন্দনঃ ৬ এপ্রিল এক বিবৃতিতে অল ইন্ডিয়া মহিলা সাংস্কৃতিক সংগঠনের সর্বভারতীয় সম্পাদক ছবি মহান্তি হরিয়ানার অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িকাদের আন্দোলনের জয়ে অভিনন্দন জানিয়েছেন। তিনি বলেন, সংগঠন বিশ্বাস করে, এই ঐতিহাসিক ও সফল আন্দোলন থেকে শিক্ষা নিয়ে কেন্দ্র ও রাজ্য সরকারগুলির জনবিরোধী নীতির বিরুদ্ধে দেশে আরও অনেক জঙ্গি ও ঐক্যবদ্ধ আন্দোলন গড়ে উঠবে।

গণদাবী ৭৪ বর্ষ ৩৪ সংখ্যা ১৫ এপ্রিল ২০২২