১০ ডিসেম্বর আন্তর্জাতিক মানবাধিকার দিবসে সিপিডিআরএস-এর রাজ্য কমিটির আহ্বানে রাজ্যের জেলায় জেলায় নানা কর্মসূচি পালিত হয়।
কলকাতার কলেজ স্ট্রিটে নাগরিক সভায় (ছবি) মানবাধিকার আন্দোলনের বিশিষ্ট নেতা সুজাত ভদ্র, আর জি কর আন্দোলনের অন্যতম সংগঠক ডাঃ সৌরভ রায়, সিপিডিআরএস-এর রাজ্য সহসভাপতি নভেন্দু পাল, সংগঠনের রাজ্য সম্পাদক রাজকুমার বসাক বিশ্ব মানবাধিকার আন্দোলনের গুরুত্ব বিষয়ে আলোকপাত করেন। সভা সঞ্চালনা করেন রাজ্য সহসভাপতি অধ্যাপক গৌরাঙ্গ দেবনাথ। এ ছাড়া কোচবিহার, মুর্শিদাবাদ, নদিয়া, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, পূর্ব বর্ধমান, পুরুলিয়া, বাঁকুড়া সহ অন্যান্য জেলার বিভিন্ন ব্লকে নাগরিক সভা ও আলোচনা সভা হয়।