৮ মার্চ দিল্লিতে আন্তর্জাতিক নারী দিবস উদযাপন করল এআইডিএসও-র জেএনইউ ইউনিট। এই উপলক্ষে উপস্থিত সকলকে বিশেষ ব্যাজ পরানো হয়। ‘প্রতিরোধে মহিলারা’– বিষয়টি নিয়ে আলোচনা করেন এআইএমএসএস নেত্রী, শাহিনবাগ আন্দোলনের অন্যতম সংগঠক কমরেড রিতু কৌশিক, এআইডিএসও-র দিল্লি রাজ্য সম্পাদক কমরেড শ্রেয়া প্রমুখ।
আর জি কর আন্দোলন উপলক্ষে রচিত একটি গান পরিবেশন করেন জেএনইউ-এর ছাত্রী অনুপ্রভা। শেষে ‘আরোহণ’ সংস্থা সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করে। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন এআইডিএসও-র রাজ্য সহসভাপতি ও জেএনইউ-এর গবেষক কমরেড সুমন।