২৮ ডিসেম্বর কেরালার কান্নুর বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত ৮০তম ভারতীয় ইতিহাস কংগ্রেসের উদ্বোধনী ভাষণে কেরালার রাজ্যপাল বিভেদমূলক এবং সাম্প্রদায়িক চিন্তাপ্রসূত সিএএ–এর সপক্ষে বলতে শুরু করলে এবং আন্দোলনকারীদের উদ্দেশে বিরূপ মন্তব্য করলে তার প্রতিবাদ জানিয়েছিলেন ইতিহাস কংগ্রেসের বিদায়ী সভাপতি প্রখ্যাত ইতিহাসবিদ ইরফান হাবিব৷ এই কারণে কংগ্রেসের মঞ্চেই তাঁকে হেনস্থা করা হয়৷
৮০ বছরের এই প্রবীণ ইতিহাসবিদের উপর বিজেপি শিবির বরাবরই ক্ষুব্ধ৷ কারণ তিনি কোনও প্রলোভনের বশবর্তী হয়ে তাদের ইতিহাস বিকৃতি মেনে নেননি৷ বরাবরই তিনি বলিষ্ঠ প্রতিবাদ জানিয়েছেন৷ ইতিহাস বিকৃতির বিরুদ্ধে তাঁর উপর্যুপরি প্রতিবাদ ধর্মীয় ফ্যাসিবাদের বিরুদ্ধে একটা গুরুত্বপূর্ণ ফলক৷ বিজেপি শিবিরের এই তাণ্ডবের তীব্র নিন্দা করেছেন এআইডিএসও–র সর্বভারতীয় সাধারণ সম্পাদক কমরেড সৌরভ ঘোষ৷ নিন্দার ঝড় উঠেছে দেশজুড়ে৷