আগরতলায় শরৎচন্দ্র স্মরণ

ভারতের নবজাগরণের পার্থিব মানবতাবাদী ধারার অনন্যসাধারণ সাহিত্যিক শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের ১৪১ তম জন্মবার্ষিকী বিভিন্ন কর্মসূচির মাধ্যমে পালন করার উদ্যোগ গ্রহণ করেছে আগরতলার শরৎ সংস্কৃতি পরিষদ৷ প্রবন্ধ প্রতিযোগিতা ও স্মরণিকা প্রকাশ এইগুলির মধ্যে অন্যতম৷

এই জন্মবার্ষিকীর সমাপ্তি হিসাবে ২৩ ডিসেম্বর প্রীতিলতা সভাগৃহে এক সাংস্কৃতিক অনুষ্ঠান ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়৷ শরৎচন্দ্রের প্রতিকৃতিতে মাল্যদানের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয়৷ অনুষ্ঠানে সঙ্গীত, আবৃত্তি এবং নৃত্য পরিবেশিত হয়৷ শরৎ সাহিত্যের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন ডঃ গীতা দেবনাথ, ডঃ প্রণব বর্ধন, অরুণ ভৌমিক প্রমুখ৷ প্রবন্ধ প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন সুভাষকান্তি দাস৷ সভাপতিত্ব করেন কমল রায়চৌধুরী৷ অনুষ্ঠানটি পরিচালনা করেন পরিষদের সম্পাদক মিলন চক্রবর্তী৷