৮ সেপ্টেম্বর শেওড়াফুলি সুরেন্দ্রনাথ ভবনে ওয়েস্ট বেঙ্গল অঙ্গনওয়াড়ি ওয়ার্কার্স অ্যান্ড হেল্পার্স ইউনিয়নের হুগলি জেলা প্রথম সম্মেলন অনুষ্ঠিত হয়৷ আইসিডিএস কর্মী ও সহায়িকাদের সরকারি কর্মচারীর স্বীকৃতি, ন্যূনতম ১৮০০০ টাকা বেতন, সামাজিক সুরক্ষা, পিএফ, ইএসআই ও পেনশনের দাবি নিয়ে প্রতিনিধিরা সোচ্চার হন৷ দাবি ওঠে প্রতিটি সেন্টারের নিজস্ব ভবন ও শৌচাগার তৈরির এবং মা ও শিশুদের উপযুক্ত পুষ্টির জন্য খাদ্যের মান ও বরাদ্দ বাড়ানোর৷ এলাকায় প্রশাসনিক ও রাজনৈতিক হয়রানির বিরুদ্ধে জোটবদ্ধ হয়ে প্রতিবাদ করার আওয়াজ তোলেন উপস্থিত ৫৫০ জন প্রতিনিধি৷ বিভিন্ন ব্লকের ১৮ জন তাঁদের সমস্যার কথা তুলে ধরেন৷ প্রধান বক্তা ছিলেন এআইইউটিইউসি–র রাজ্য সম্পাদক কমরেড দিলীপ ভট্টাচার্য৷ ইউনিয়নের রাজ্য নেত্রী লীলা শী বক্তব্য রাখেন৷ শিপ্রা মিত্রকে সভাপতি, রীতা মাইতিকে সম্পাদক ও মহুয়া ভট্টাচার্যকে কোষাধ্যক্ষ করে ৪১ জনের জেলা কমিটি নির্বাচিত হয়৷