দেশ জুড়ে অন্যায় ভাবে আইসিআইসিআই ব্যাঙ্কের হাজার হাজার কর্মী ছাঁটাইয়ের প্রতিবাদে ২৪ ফেব্রুয়ারি অল ইন্ডিয়া ব্যাঙ্ক এমপ্লয়িজ ইউনিটি ফোরামের আহ্বানে শতাধিক ব্যাঙ্ককর্মী আইসিআইসিআই ব্যাঙ্কের কলকাতা জোনাল অফিসের সামনেসারাদিন ধরে বিক্ষোভ-অবস্থানে সামিল হন। দাবি ওঠে, অবৈধভাবে ছাঁটাই কর্মীদের পুনর্বহাল করতে হবে। গেট বন্ধ থাকায় ব্যাঙ্কের কর্মীরা ঢুকতে না পেরে বাইরে দীর্ঘক্ষণ দাঁড়িয়ে থাকেন। পরে পুলিশ এসে প্রথমে আন্দোলনকারীদের সাথে এবং পরে ব্যাঙ্ক কর্তৃপক্ষের সাথে দফায় দফায় আলোচনা করে। শেষপর্যন্ত কর্তৃপক্ষ আন্দোলনকারীদের প্রতিনিধিদের সাথে আলোচনায় রাজি হয়।
ব্যাঙ্কের জোনাল হেড প্রতিনিধিদলকে আলোচনার জন্য আহ্বান জানান। প্রতিনিধিদলে ছিলেন সংগঠনের সর্বভারতীয় কমিটির সভাপতি ডঃ পূর্ণচন্দ্র বেহেরা, সাধারণ সম্পাদক জগন্নাথ রায়মণ্ডল এবং সম্পাদক গৌরীশঙ্কর দাস। তাঁরা সমস্ত ছাঁটাই কর্মচারীকে বেতন ও পদোন্নতি দিয়ে ফিরিয়ে নেওয়া, শ্রম আইন লঙ্ঘন না করা, অভিযোগ প্রতিকার ব্যবস্থা চালু করা, দ্বিপাক্ষিক নিষ্পত্তি ব্যবস্থা বলবৎ করা সহ ৭ দফা দাবি জানান।
ব্যাঙ্কের কর্মকর্তাদের সঙ্গে আলোচনার সময় প্রতিনিধিদল ছাঁটাই কর্মীদের ক্ষেত্রে স্বাভাবিক ন্যায়বিচার লঙ্ঘন এবং তাঁদের আত্মপক্ষ সমর্থনের ন্যূনতম সুযোগ না দেওয়ার উল্লেখ করে বলেন, এঁদের ন্যায্য দাবি দ্রুত পূরণের আশ্বাস দিতে হবে। এ নিয়ে কয়েক দফা আলোচনার পর কর্তৃপক্ষ এ বিষয়ে মুম্বাইয়ে ব্যাঙ্কের প্রধান কার্যালয়কে অবহিত করেন এবং এ বিষয়ে সেখান থেকে কোনও সমাধান সূত্র পাওয়া গেলে তা নিয়ে প্রতিনিধিদের সাথে যোগাযোগ করার বিষয়ে সম্মত হন।
প্রতিনিধিদলের পক্ষ থেকে ব্যাঙ্ক-কর্তৃপক্ষকে স্পষ্ট জানিয়ে দেওয়া হয়– যদি পারস্পরিক আলোচনার মাধ্যমে দ্রুত সমস্যার সমাধান না করা হয়, তাহলে ইউনিয়ন বিভিন্ন গুরুত্বপূর্ণ শহরে এ জাতীয় আন্দোলন সংগঠিত করবে, যার মধ্যে রয়েছে ব্যাঙ্কের প্রধান কার্যালয় মুম্বাই।