কন্ট্র্যাক্ট কর্মীদের নিয়মিতকরণ, স্থায়ী কাজে অস্থায়ী কর্মী নিয়োগ না করা, সমকাজে সমবেতন প্রভৃতি দাবিতে আইডিবিআই ব্যাঙ্কের কন্ট্র্যাক্ট কর্মীরা দীর্ঘদিন ধরে আন্দোলন চালিয়ে যাচ্ছেন। মাসের প্রথম সপ্তাহে বেতন, পিএফ, ইএসআই-এর টাকা প্রতি মাসে জমা করা, ৮ ঘণ্টার বেশি কাজ করতে বাধ্য না করা প্রভৃতি দাবিতে আইডিবিআই ব্যাঙ্ক লিমিটেড কন্ট্র্যাক্ট এমপ্লয়িজ ইউনিয়নের পক্ষ থেকে দুই শতাধিক কন্ট্র্যাক্ট কর্মী ৬ জানুয়ারি ব্যাঙ্কের কলকাতার জোনাল অফিসে বিক্ষোভ-ডেপুটেশনে সামিল হন। নেতৃত্ব দেন ইউনিয়ন সভাপতি জগন্নাথ রায় মণ্ডল। সঙ্গে ছিলেন সম্পাদক গৌরীশঙ্কর দাস, সহ সভাপতি বরুণ চক্রবর্তী ও অশোক সাহা। বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন এআইইউটিইউসি-র কলকাতা জেলা সম্পাদক অনিন্দ্য রায়চৌধুরী, ব্যাঙ্ক সংগঠনের অন্যতম নেতা নারায়ণ চন্দ্র পোদ্দার, ইউসুফ মোল্লা, তপন মীর, অজিত বাউরি, জয়দেব সরকার প্রমুখ।
ব্যাঙ্ক কর্তৃপক্ষ দাবিগুলির যৌক্তিকতা স্বীকার করেন এবং সমস্যাগুলি দ্রুত সমাধানের প্রতিশ্রুতি দেন।প্রতিশ্রুতি পূরণ না হলে আরও বৃহত্তর আন্দোলন গড়ে তোলা হবে বলে আন্দোলনের নেতৃবৃন্দ জানান।