বিদ্যুৎ মাশুল ৫০ শতাংশ কমানো, জঙ্গলমহলে বকেয়া এবং ভুয়ো বিদ্যুৎ বিল মকুব, সি ই এস সি–তে ৩০০ ইউনিট পর্যন্ত সরকারি ভর্তুকির দাবিতে ১০ জুলাই বিক্ষোভ দেখায় সারা বাংলা বিদ্যুৎ গ্রাহক সমিতি (অ্যাবেকা)৷ বিধানসভার কক্ষের বাইরে এসে অ্যাবেকার নেতাদের কাছ থেকে স্মারকলিপি গ্রহণ করে বিদ্যুৎমন্ত্রী কৃষিতে বিনা পয়সায় বিদ্যুৎ দেওয়ার বিষয়ে বিধানসভায় আলোচনার আশ্বাস দিয়েছেন৷ কয়েক হাজার বিদ্যুৎ গ্রাহক এদিন রাজ্যের বিভিন্ন জেলা থেকে সুবোধ মল্লিক স্কোয়ারে জমায়েত হয়ে বিক্ষোভ মিছিলে সামিল হন৷ সহ সভাপতি অমল মাইতি, সাধারণ সম্পাদক প্রদ্যুৎ চৌধুরীর নেতৃত্বে প্রতিনিধিবৃন্দ বিধানসভাতে বিদ্যুৎমন্ত্রীকে স্মরকলিপি দেন৷
প্রদ্যুৎ চৌধুরী বলেন, অ্যাবেকার ধারাবাহিক আন্দোলনের ফলে ৪ বছর বিদ্যুতের দাম রাজ্য সরকার ও বিদ্যুৎ কোম্পানি বাড়াতে পারেনি৷ আগামী ১ মাসের মধ্যে মাশুল কমানোর সিদ্ধান্ত ঘোষণা না হলে আগামী সেপ্টেম্বরে কলকাতায় হাজার হাজার বিদ্যুৎ গ্রাহক প্রতিরোধ আন্দোলনে সামিল হবেন৷