দেশের ৪১টি রাষ্ট্রায়ত্ত অস্ত্র কারখানাকে ৭টি কর্পোরেশনের অর্ন্তভুক্ত করার যে সিদ্ধান্ত বিজেপি নেতৃত্বাধীন কেন্দ্রীয় সরকার নিয়েছে, তার তীব্র বিরোধিতা করেছেন এআইইউটিইউসি-র সাধারণ সম্পাদক কমরেড শঙ্কর দাশগুপ্ত। ১৮ জুন এক বিবৃতিতে তিনি বলেছেন,
এটি অস্ত্র কারখানার সামগ্রিক বেসরকারিকরণের পথকেই প্রশস্ত করবে। পূর্বতন কংগ্রেস সরকারও এই নীতি নিয়েছিল। এর বিরুদ্ধে তিনি শ্রমজীবী মানুষকে আন্দোলনে এগিয়ে আসার আহ্বান জানান। অস্ত্র কারখানার শ্রমিকদের বিভিন্ন ফেডারেশনগুলি এর বিরুদ্ধে ১৯ জুন দেশব্যাপী যে প্রতিবাদের ডাক দিয়েছে এআইইউটিইউসি তার প্রতি পূর্ণ সমর্থন জানাচ্ছে।