অল বেঙ্গল সেভ এডুকেশন কমিটির কলকাতা জেলার পক্ষ থেকে জাতীয় শিক্ষানীতি-২০২০ বাতিলের দাবিতে ২৬ আগস্ট কলকাতার হাজরা মোড়ে এক সভা হয়। বক্তব্য রাখেন পশ্চিমবঙ্গ রাজ্য কমিটির সভাপতি প্রাক্তন উপাচার্য চন্দ্রশেখর চক্রবর্তী, রাজ্য সম্পাদক অধ্যাপক তরুণ নস্কর, কলকাতা জেলা কমিটির সভাপতি তরুণ দাস ও অন্যান্য নেতৃবৃন্দ। অনলাইন শিক্ষা কীভাবে শিক্ষার সার্বিক বেসরকারিকরণের সহায়ক হয়ে উঠেছে, পরিকল্পিত উপায়ে কীভাবে শিক্ষার গৈরিকীকরণের চেষ্টা হচ্ছে এবং তার ফলে প্রথাগত শিক্ষাব্যবস্থা কীভাবে আরও বিপন্ন হচ্ছে তা ব্যাখ্যা করেন বক্তারা। সভা থেকে ৩০-৩১ অক্টোবর অল ইন্ডিয়া সেভ এডুকেশন কমিটির সর্বভারতীয় সম্মেলনের বার্তা দেওয়া হয় এবং জাতীয় শিক্ষানীতির বিরুদ্ধে বৃহত্তর আন্দোলনের ডাক দেওয়া হয়।