অলিম্পিকে বিনেশ ফোগট ঘটনারতদন্ত হওয়া দরকার

ওজন ১০০ গ্রাম বেশি হওয়ার কারণে প্যারিস অলিম্পিকে কুস্তি প্রতিযোগিতার ফাইনালে পৌঁছতে পারেননি দেশের গর্ব বিনেশ ফোগট। ক্রীড়াপ্রেমী মানুষের সন্দেহ, তিনি ষড়যন্ত্রের শিকার হয়েছেন। এ প্রসঙ্গে এস ইউ সি আই (সি)-র হরিয়ানা রাজ্য কমিটির সম্পাদক কমরেড রাজেন্দ্র সিং অ্যাডভোকেট ৮ আগস্ট এক বিবৃতিতে বলেন, অলিম্পিকে বিনেশ ফোগট দেশের গৌরবের জন্য লড়াই করেছেন। কিন্তু দেখা যাচ্ছে ভারত সরকার তাঁর পাশে নেই। তিনি বলেন, বিনেশ যখন অলিম্পিকে প্রতিদ্বন্দ্বীদের এক এক করে হারিয়ে ফাইনালে পৌঁছেছিলেন, প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানাতে দেখা যায়নি। অথচ বিনেশকে যখন ‘ডিসকোয়ালিফায়েড’ ঘোষণা করা হল, সঙ্গে সঙ্গে প্রধানমন্ত্রীর বক্তব্য শোনা গেল এবং দেশের ক্রীড়ামন্ত্রী বিনেশ ফোগটের জন্য খরচ হওয়া অর্থের হিসাব সংসদে পেশ করলেন। তাঁদের এই আচরণ যথেষ্ট সন্দেহজনক। তিনি বলেন, বিনেশের এই সংকটের সময়ে ক্রীড়ামন্ত্রীর প্যারিসে যাওয়া উচিত ছিল। সেখানে খেলোয়াড়দের সঙ্গে যে সব খাদ্য-বিশেষজ্ঞ, ফিজিও-রা গেছেন, তাঁদের ভূমিকা খতিয়ে দেখা উচিত ছিল। তিনি আরও বলেন, যৌন নিগ্রহের অভিযোগে ভারতীয় কুস্তি ফেডারেশনের সভাপতি, বিজেপি নেতা ব্রিজভূষণ শরণ সিং-এর বিরুদ্ধে বিনেশ ফোগট দিল্লির যন্তরমন্তরে বিক্ষোভ সমাবেশে গুরুত্বপূর্ণ ভূমিকা নেওয়ায় বিনেশ নিজেই তাঁর বিরুদ্ধে ষড়যন্ত্রের আশঙ্কার কথা বলেছিলেন। এবার বিজেপির নেতা ও সংবেদনশীল খেলোয়াড় বিজেন্দ্র সিংও বলেছেন যে, বিনেশের বিরুদ্ধে ষড়যন্ত্র হয়েছে।

অল ইন্ডিয়া মহিলা সাংস্কৃতিক সংগঠনের সর্বভারতীয় কমিটির পক্ষ থেকে ৯ আগস্ট এক বিবৃতিতে বলা হয়েছে, সমাজে ন্যায়বিচার পাওয়ার জন্য এবং খেলাধূলার ক্ষেত্রে বিনেশ ফোগট যে চারিত্রিক দৃঢ়তার পরিচয় দিয়েছেন, এআইএমএসএস মনে করে, তা সকলের জন্য, বিশেষ করে মহিলাদের জন্য প্রেরণাদায়ক।