অরণ্য সংরক্ষণ সংশোধন আইন-২০২৩ বাতিল, অরণ্যের অধিকার আইন-২০০৬ চালু, অরণ্যে বসবাসরত উপজাতি ও সাধারণ মানুষের উচ্ছেদ বন্ধ এবং আসন্ন ধ্বংস থেকে পরিবেশ ও বাস্তুতন্ত্র রক্ষার দাবিতে অল ইন্ডিয়া জন অধিকার সুরক্ষা কমিটি (এআইজেএএসসি)-র ডাকে ৭ ফেব্রুয়ারি ওড়িশার জশিপুরে রাজ্যস্তরীয় কনভেনশন অনুষ্ঠিত হয়। সভাপতিত্ব করেন সদাশিব দাস। উপস্থিত ছিলেন কমিটির সর্বভারতীয় সভাপতি শম্ভুনাথ নায়েক, সাধারণ সম্পাদক বিসম্বর মুড়া, প্রধান উপদেষ্টা স্বপন ঘোষ প্রমুখ। রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে আসা পাঁচশোরও বেশি প্রতিনিধি উপস্থিত ছিলেন। খসড়া প্রস্তাব পেশ করেন প্রকাশ মল্লিক। জনস্বার্থবিরোধী অরণ্য সংরক্ষণ সংশোধন আইন-২০২৩-এর মাধ্যমে কেন্দ্রের বিজেপি সরকার খনি, জঙ্গল, পাহাড়, নদী, ঝরণা ও জমি সহ দেশের প্রাকৃতিক সম্পদ একচেটিয়া পুঁজিপতিদের হাতে তুলে দিচ্ছে। এই আইনের বলে অরণ্যভূমি অন্যান্য কাজে ব্যবহারের রাস্তা খুলে দেওয়া হচ্ছে, অরণ্যের অধিকার আইন-২০০৬ অনুযায়ী উপজাতি ও বনবাসীদের জন্য অরণ্যভূমি বরাদ্দ করার যে ক্ষমতা গ্রাম-কাউন্সিলগুলির ছিল, তা কেড়ে নেওয়া হচ্ছে, পুঁজিপতিদের মুনাফার স্বার্থে বনভূমি থেকে লক্ষ লক্ষ গাছ কেটে ফেলা হচ্ছে। কনভেনশনে বক্তারা এ সবের বিরুদ্ধে প্রতিবাদ করে এই আইন বাতিলের দাবিতে মানুষকে এগিয়ে আসার আহ্বান জানান।
কনভেনশনে প্রাক্তন বিধায়ক শম্ভুনাথ নায়েককে উপদেষ্টা এবং সদাশিব দাসকে আহ্বায়ক করে ১৭ সদস্যের এআইজেএএসসি-র ওড়িশা শাখা গঠিত হয়।